সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের, উত্তপ্ত ভাঙড় ...
আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ে ফের চলল গুলি। এবার এক সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে।
গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকার চিত্ত ঘোষ নামের এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের অদূরেই তিনজন দুষ্কৃতী সাদা স্কুটার বাইক করে এসে তাঁকে আটকায়। এরপর তাঁর কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। সে সময় ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সবজি ব্যবসায়ী। বর্তমানে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডান হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।