• পাশ করতে পারব তো! পরীক্ষা শুরুর আগেই এ কী করে বসলেন মাধ্যমিক পরীক্ষার্থী?...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষা শুরুর মাত্র ৪৮ ঘন্টা আগে মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ছাত্র। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার ডাকবাংলো এলাকায়। মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম মৃণাল পান (১৭)। জানা গিয়েছে, আত্মঘাতী ওই মাধ্যমিক পরীক্ষার্থী বড়ঞা থানার অন্তর্গত নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্থানীয় সূত্রে খবর, মৃণাল গত বছরেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। সোমবার থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু নিজের প্রস্তুতি নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে একা ছিল ওই পড়ুয়া। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর।

    মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মনোহর পান বলেন, ‘গত বছরও আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। এই বছরও নিজের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যথেষ্টই উদ্বেগের মধ্যে ছিল।  আমি বা আমার স্ত্রী কেউই ওকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনওরকম বকাবকি করিনি। শনিবার সন্ধ্যা নাগাদ আমার স্ত্রী বাড়িতে ছিল না। আমিও একটি দোকানে কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় আমার ছেলে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। পরে ঘটনার খবর পেয়ে আমরা বাড়িতে আসি। আমাদের সন্দেহ পরীক্ষায় পাশ না করতে পারার উদ্বেগ থেকেই আমার ছেলে চরম পথ বেছে নিয়েছে’। বড়ঞা থানার এক আধিকারিক জানান, ‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য কান্দি হাসপাতালে পাঠানো হয়েছে’।
  • Link to this news (আজকাল)