• কল্যাণ...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি :  "ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক। বুঝে সুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জির হাতে তুলে দিক। তাহলে কাজের কাজ হবে। আর একটা গাইডলাইন তৈরি করা হোক। সেই গাইডলাইন যদি সব শরিক যদি মেনে চলে, তবে আগামীদিনে কিছু হবে। আর এটা না করা হলে, যেমন আছে তেমনই চলবে।" রাজধানী দিল্লিতে আপের পরাজয় এবং বিজেপির দিল্লি দখল প্রসঙ্গে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। 

    কোন্নগরে পুরসভার উদ্যোগে মাতৃসদন হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এসে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনও জায়গা থাকবে না। ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ৩০ সিটও পাবে না। ফলে ওদের বিরোধী দলনেতাও হবে না।মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে। সারা ভারতবর্ষের কোনও মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করে না।

     যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন, মমতা ব্যানার্জির সমর্থন দিনের পর দিন বেড়ে চলেছে। আগামীদিনেও সেই জনসমর্থন আরও বাড়বে, কমবে না। যোগী রাজ্যকে কটাক্ষ করে কল্যাণ ব্যানার্জি বলেন, সাম্প্রতিক কুম্ভমেলা দেখিয়ে দিয়েছে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ।
  • Link to this news (আজকাল)