• এখুনি মাইক খুলুন, নাহলে আমি চললাম, রক্তদান শিবিরের উদ্যোক্তাদের ধমক বিধায়কের...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই সোমবার মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগে রবিবার মাইক বাজিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার বালি সাঁপুইপাড়ায়৷ ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে মাইক বন্ধ করে দিলেন। এবং সমস্ত মাইক খোলালেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। ক্ষমা চেয়ে মাইক খুললেন উদ্যোক্তারা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁপুইপাড়া বসুকাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দোগ রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। আমন্ত্রিত ছিলেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ। যথারীতি এদিন দুপুরে তিনি অনুষ্ঠানে পৌঁছেও যান। কিন্তু দেখেন মাইক বাজিয়ে রক্তদান শিবির হচ্ছে। এরপরেই উদ্যোক্তাদের বলেন, দ্রুত মাইক বন্ধ করুন ও খুলে দিন। তবেই তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন। বিধায়কের ধমক খেয়ে সমস্ত মাইক খুলে নেন উদ্যোক্তারা।

    কল্যাণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোন ভাবেই মাইক বাজিয়ে অনুষ্ঠান করা যাবে না। সেইমতন মাইক খুলিয়ে দিই। তারপরেই ওই অনুষ্ঠানে যোগ দিই। ওরা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। 

    এলাকার মানুষ বিধায়কের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, মাইক বাজিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত করছিল। বিধায়ক অনুষ্ঠানে যোগ দিতে এসে হুমকি দেন, হয় মাইক বন্ধ কর, নইলে এই অনুষ্ঠানে যোগ দেবেন না। এরপরেই এক এক করে সমস্ত মাইক খুলে নেনে উদ্যোক্তারা। কারণ মাধ্যমিক পরীক্ষার সময় এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান কখনোই উচিৎ নয়। উনি যে শুধু বিধায়ক নন, একজন ভালো মানুষের মতো বিচক্ষণতার পরিচয় রেখেছেন। এজন্য ওঁকে অবশ্যই ধন্যবাদ।
  • Link to this news (আজকাল)