• সপ্তম শ্রেণীর ছাত্রীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে, জলপাইগুড়িতে চাঞ্চল্য...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাদক খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক টোটো চালকের বিরুদ্ধে। অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবি জানিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আশেপাশের এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে তাদের বাড়ির মেয়েকে স্কুল ছুটির পর বাড়ি নিয়ে যাওয়ার নাম করে প্রতিবেশী এক টোটো চালক নাবালিকাকে টোটোতে তোলে। কিছু দূর নিয়ে যাওয়ার পর নাবালিকাকে পার্কে নিয়ে যায় জোর করে। এরপর চকলেট জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করা হয় নাবালিকাকে। 

    সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে বছর ছাব্বিশের ওই টোটো চালক। জ্ঞান ফিরলে নাবালিকাকে বাড়িতে নামিয়ে দিলেও রীতিমত হুমকি দেয় তাকে। অভিযোগ, ওই টোটো চালক হুমকি দেয় নাবালিকা পরিবারের কাউকে কিছু জানালে তার মাকে প্রাণে মেরে ফেলবে। ভয়ে ওই মেয়েটি কাউকে কিছু জানায়নি। কিন্তু শনিবার নাবালিকার মা তার স্কুল ব্যাগে একটি প্রেগনেন্সি কিট পায়। মায়ের প্রশ্নের মুখে পড়ে মাকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। জানা গিয়েছে, টোটো চালক নির্যাতিতা প্রেগনেন্সির কিটটি নাবালিকাকে দেয় পরীক্ষার জন্য। গোটা গ্রামের মানুষজনকে নিয়ে নাবালিকার পরিবার শনিবার জলপাইগুড়ি মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবি করছে পরিবার।
  • Link to this news (আজকাল)