সব্জি বাজারে জাল টাকা চালানোর ফন্দি, উত্তরপাড়ায় ধৃত কলকাতার যুবক...
আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
মিল্টন সেন: সব্জি কিনে পাঁচশো টাকার নোট ধরানোয় সন্দেহ হয়েছিল দোকানির। যুবককে অপেক্ষা করতে বলে আসল নোটের সঙ্গে মেলাতেই দেখা গেল নোটটি জাল। যুবককে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কোতরং-২ বাজারে।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে তখন ভালই ভিড় ছিল। তাঁরা লক্ষ করেন দু'জন ক্রেতা মাছ, সব্জির দোকানে অল্প টাকার কেনাকাটা করছেন আর পাঁচশ টাকার নোট দিচ্ছে। দোকানে পঞ্চাশ-একশো টাকার বাজার করছেন কিন্তু সেই পাঁচশো টাকার নোট দিচ্ছেন। এটা দেখে এক ব্যবসায়ীর সন্দেহ হয়। আসল পাঁচশ টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই নকল নোট ধরা পরে যায়। ধরা পড়ার ভয়ে একজন সরে পড়েন। তবে অপর যুবককে ধরে ফেলেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার। যুবককে আটক করেছে পুলিশ।
এক ব্যবসায়ী বলেন, ''বাজারে বেলার দিকে গরিব মানুষের আনাগোনা বেশি হয়। বেশিরভাগ পঞ্চাশ একশ টাকার নোটে ব্যবসা চলে। সেখানে অল্প টাকার জিনিস কিনেই পাঁচশ টাকার নোট দিচ্ছে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে যুবক বলে সে কেষ্টপুরে থাকে।'' ওই ব্যবসায়ী জানিয়েছেন, যুবকের কাছে তিনি সাতটি জাল নোট দেখেছেন।
এই প্রসঙ্গে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস জানিয়েছেন, দু'জন যুবকই অজ্ঞাতপরিচয়। তাঁদের আগে বাজারে দেখা যায়নি। প্রতিটা দোকানে অল্প টাকার জিনিস কিনে পাঁচশো টাকার নোট দিচ্ছিলেন। এক ব্যবসায়ী বুঝতে পারেন জাল টাকা চালানোর চেষ্টা চলছে। তার পর ওই যুবককে ধরে ফেলেন। তাঁকে খবর দেওয়া। তিনিই থানায় বিষয়টি জানান। পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জাল নোট কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ।