আজকাল ওয়েবডেস্ক: এতদিন দেখা গিয়েছিল ছেলেদের উপনয়ন হতে। ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল মালদহ। এবার উপনয়ন হল মেয়েদের। সমাজের নিয়মে একটু পরিবর্তন করল মালদহের ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা সিদ্ধান্ত পরিবার।
পরিবারের ছোট মেয়ে নয় বছরের বয়সি মধুপর্না সিদ্ধান্ত উপবিত ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করেছে। সমাজের চিন্তাধারাকে পাল্টানোর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে সিদ্ধান্ত পরিবার। সকলকে বার্তা দিতে চান, ঘরের মেয়েকে পিছনে ফেলে রাখা চলবে না। বর্তমান যুগে ছেলে আর মেয়ের মধ্যে কোন তফাৎ নেই মেয়েদের কেউ সামাজিকভাবে উঁচু আসনে রাখা উচিত।
ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় বাস করেন মনোজ কুমার সিদ্ধান্ত। তাঁর দুই মেয়ে। পরিবারের ছোট মেয়ে ৯ বছরের বয়সী মধুপর্না রবিবার পৈতে ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করল। মনোজের দাবি, মালদহ তথা উত্তরবঙ্গে এই প্রথম সামাজিকভাবে কোনও মেয়ের উপনয়ন হল। তাঁরা চান, তাঁদের এই সিদ্ধান্ত সমাজের ছেলে ও মেয়ের সমান অধিকারের বার্তা ছড়িয়ে দিক। মনোজ ব্যবসার কাজে যুক্ত। তাঁর স্ত্রী পায়েল সিদ্ধান্ত গৃহবধূ। তাঁদের দুই মেয়ের মধ্যে মধুপর্ণা ছোট, মধুশ্রী বড়। তাঁর স্ত্রী পায়েল জানান, দুই সন্তানই মেয়ে। ছেলে নেই। সমাজে চিন্তাধারা পাল্টানোর জন্য একসঙ্গে দুই মেয়ের উপনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু বড় মেয়ে লজ্জায় উপনয়ন নিতে রাজি হয়নি। তাই ছোট মেয়েকে পৈতে দিলাম।