• নিকাশি নালা ছাপিয়ে জলমগ্ন রামপুরহাট মেডিক্যালের কালীমন্দির চত্বর
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: নিকাশি নালা ছাপিয়ে জলমগ্ন হয়ে পড়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে থাকা প্রাচীন বাবলা কালীমন্দির চত্বর। নোংরা জল জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায়। ফলে জাগ্রত এই মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। রবিবার খবর পেয়ে মন্দির চত্বর পরিদর্শনে আসেন রোগী কল্যাণ সমিতির গভর্নমেন্ট নমিনি তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিক্যাল কলেজ চত্বরে কয়েকটি নতুন বিল্ডিং গড়ে উঠছে। বিল্ডিং নির্মাণের সামগ্রী আনার জন্য ভারী যানবাহন চলাচল করেছে। সেই গাড়ির চাকায় ড্রেন ভেঙে গিয়ে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ছে। তার উপরে নিকাশির একমাত্র পথ জাতীয় সড়কের মহানালাও দীর্ঘদিন ধরে বুজে রয়েছে। মহানালার উপরে থাকা একাধিক দোকানের আবর্জনা নালায় ফেলা হচ্ছে। যা পরিষ্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে মেডিক্যালের জল বেরতে না পেরে অপেক্ষাকৃত নিচু বাবলা কালীমন্দির চত্বরে জমছে। এদিন আশিসবাবু সমস্যা চাক্ষুস করে টিআরডিএকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, মেডিক্যালের নিকাশি নালা সংস্কারের পাশাপাশি জাতীয় সড়কের ধারে মহানালা দ্রুত পরিষ্কার করার জন্য টিআরডিএর ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে।  উল্লেখ্য, কয়েকমাস আগেই প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়কের ধারে মহানালার উপরে থাকা সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়। কিন্তু সেইসময় মহানালাটি পরিষ্কার করা হয়নি। বর্তমানে সেই নালার উপর ফের দোকান বসিয়ে রমরমিয়ে ব্যবসা চলছে।  
  • Link to this news (বর্তমান)