ধীমান রায়, কাটোয়া: বোমা বিস্ফোরণে সম্পূর্ণ ধূলিসাৎ একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামে। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চেঁচুড়ি গ্রামের মানুষজন ভয়াবহ বিস্ফোরণ কেঁপে ওঠেন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরে। দেখা যায় গ্রামেরই একটি পরিত্যক্ত শৌচালয় সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এলাকার বাতাসে রয়েছে বারুদের গন্ধ। এরপরেই খবর দেওয়া হয় কেতুগ্রাম থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই শৌচালয়ের মধ্যে একাধিক বোমা মজুত করা ছিল। সবকটি একসঙ্গে ফেটেছে। ফলে বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। যার জেরে গোটা পাকা শৌচালয়ই ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই শৌচালয়ের অদূরেই রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। ওই বাড়িটি মেহেবুব আলমের। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। তদন্তে নেমে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।
ওই পরিত্যক্ত বাড়ি ও আশপাশে কি আরও বোমা মজুত করে রাখা আছে? সেই প্রশ্নও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বোমা মজুতের পিছনে রয়েছে কি কোনও নাশকতার ছক? সেই প্রশ্নও উঠছে। গোটা এলাকায় তল্লাশি হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।