• মিটবে যানজটের ভোগান্তি, কোনা এক্সপ্রেসওয়ের উপর এলিভেটেড করিডরের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন প্রকাশ
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ কমাতে শুরু হয়েছে এলিভেটেড করিডর তৈরির কাজ। কেমন হবে সেই রাস্তা? প্রকাশ হল এলিভেটেড করিডরের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন।

    কী পরিকল্পনা নেওয়া হয়েছে?

    রাজ্য পূর্ত দফতর সূত্রে খবর, এলিভেটেড করিডরটি শুরু হবে কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের মোড়ের পরে ফুটবল গেট থেকে। শেষ হবে খেজুরতলায়। ফুটবল গেটের দিক থেকে ওঠার পর সাত কিলোমিটার লম্বা পথটি নামবে খেজুরতলার কাছে।

    হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে সাঁতরাগাছি রেলস্টেশনকে অত্যাধুনিক জংশন হিসেবে তৈরী করেছে দক্ষিণ পূর্ব রেল। অতিরিক্ত ট্রেন চালানোয় যাত্রীচাপ নিয়ে বাড়ছে সমস্যা। স্টেশন সংলগ্ন রাস্তায় দেখা যাচ্ছে যানজট। অফিস টাইমে কোনা এক্সপ্রেসওয়েতে নিত্যদিন যানজটে পরতে হচ্ছে নিত্যযাত্রীদের।

    এই সমস্যার সমাধানে নতুন ব্রিজ ও রাস্তা তৈরীর কাজ শুরু চলছে দ্রুত গতিতে। তৈরী হচ্ছে কলকাতা থেকে দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা পেরিয়ে ফুটবল গেট থেকে গরফা খেজুরতলা পর্যন্ত সাত কিলোমিটার লম্বা ছয় লেনের এলিভেটর করিডর।

    পুরানো সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে এই করিডর ধরে পৌঁছে যাওয়া যাবে ১৬ নম্বর জাতীয় সড়কে। এই রাস্তার লিঙ্ক রোড যাবে সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে আন্ডারপাস ধরে ফের কলকাতা বা জাতীয় সড়কের দিকে চলে যাওয়া যাবে।

    এই কাজের বরাত পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড। জানা গিয়েছে, কাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে। কাজের তত্বাবধানে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যানজটের সমস্যা এড়াতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেশকিছু পরিকল্পনাও নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)