• ‘শুভেন্দু-গড়ে’ দুই তরুণের কাঁধে কাঁথি ব্যাঙ্কের দায়িত্ব! দ্বন্দ্ব মেটাতে তৃণমূল তুষ্ট করল দুই গোষ্ঠীকেই
    আনন্দবাজার | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • জটিলতার অবসান। অবশেষে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। ব্যাঙ্কের চেয়ারম্যান নির্বাচিত হলেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। জেলার রাজনীতির কারবারিদের মত, দুই তরুণের হাতে কাঁথি সমবায় ব্যাঙ্কের দায়িত্ব তুলে দিয়ে আদতে জেলার দুই যুযুধান গোষ্ঠীকেই তুষ্ট করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, কাঁথি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়া। তৃণমূলে থাকাকালীন তিনি নিজেও দীর্ঘ দিন কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন।

    রবিবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে কাঁথিতে ডিরেক্টরদের নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী, কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন কমিটির আহ্বায়ক তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, বিধায়ক সুকুমার দে-সহ তৃণমূলের একঝাঁক নেতা। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হবেন তরুণ মাইতি এবং ভাইস চেয়ারম্যান তরুণ জানা।

    তরুণ মাইতি বলেন, ‘‘দলনেত্রী-সহ রাজ্য ও জেলা নেতৃত্বের সহযোগিতায় কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কটি আগামী দিনে যাতে আরও ভাল ভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করব।’’

    দীর্ঘ আইনি ঝামেলা কাটিয়ে গত ১৫ ডিসেম্বর ব্যাঙ্কে নির্বাচন হয়েছিল। ১০৮টি আসনের মধ্যে ১০১ আসনে জয়ী হয় তৃণমূল। কিন্তু তার পর এই সমবায়ের পরিচালন সমিতি গঠন নিয়ে তৈরি হয় টানাপড়েন। ডিরেক্টর নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে একের পর এক মনোনয়ন জমা দেওয়া, পরে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর জটিলতার অবসান। এ বার ভোটপর্ব মেটার প্রায় দু’মাসের মাথায় তৃণমূলের দুই যুযুধান গোষ্ঠীকে সঙ্গে নিয়ে রবিবার এই সমবায়ের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল।

    তৃণমূলের অন্দরের খবর, এগরার তৃণমূল বিধায়ক এবং কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ মাইতি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক-গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত। অন্য দিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা আবার অখিল গিরি-গোষ্ঠীর নেতা হিসেবে সর্বজন বিদিত। এই দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রায়শই সরগরম থাকে কাঁথির রাজনীতি। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরেও তার অন্যথা হয়নি।

  • Link to this news (আনন্দবাজার)