• দাসপুরের মুর্শিদনগর প্রাথমিক বিদ্যালয়ে ৩ মনীষীর মূর্তি স্থাপন  
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: দাসপুর-১ ব্লকের নাড়াজোল-১ চক্রের মুর্শিদনগর প্রাথমিক বিদ্যালয়ে তিন মনীষীর মূর্তি বসানো হল। শনিবার মহা ধুমধাম করে স্কুল চত্বরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি বসানো হয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিধায়ক মমতা ভুঁইয়া ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ওই তিনটি মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অবর বিদ্যালয় পরিদর্শক তুহিন মণ্ডল, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণপদ বাগ সহ অন্যরা উপস্থিত ছিলেন।


    মূর্তি স্থাপন ঘিরে মুর্শিদনগর গ্রামে উৎসবের ছবি দেখা দেয়। 


    শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। তাতে ছাত্রছাত্রী, গ্রামবাসীদের সঙ্গে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পাঠানো শিল্পীরা অংশ নেন। ওই শিল্পীরা দুপুরে মূল মঞ্চে মনীষীদের বিষয়ে সঙ্গীত পরিবেশন করেন। 


    ওইদিন স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিলি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার চার-পাঁচটি গ্রামের দুঃস্থদের কম্বল ও শাড়ি বিলি করা হয়। অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি বীরেশ কালসার বলেন, স্কুলের সহকারী শিক্ষক ঘনশ্যাম ভূঞ্যা এই মনীষীদের মূর্তি বসাতে উদ্যোগী হয়েছিলেন। তিনি প্রায় তিনমাস ধরে স্কুলের সময়ের বাইরে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থসাহায্য জোগাড় করেন। তা না হলে প্রায় ১ লক্ষ ১০হাজার টাকা সংগ্রহ করে মূর্তি বসানো সম্ভব হতো না।ঘনশ্যামবাবু বলেন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জেলার প্রতিটি বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তখন থেকেই আমরা তিন মনীষীর মূর্তি বসাতে উদ্যোগী হই। সর্বস্তরের মানুষের সহযোগিতায় এতদিন পরে তা বাস্তবায়িত হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)