জলঙ্গির খাল পরিণত আবর্জনার ভ্যাটে, অবিলম্বে সংস্কার দাবি
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, তেহট্ট: জলঙ্গি নদী থেকে তৈরি হয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গিয়ে আবার জলঙ্গিতেই মিশেছে একটি খাল। সংস্কারের অভাবে বেহাল সেই খাল। দৈনন্দিন আবর্জনা ফেলার জায়গা হয়ে উঠেছে সেটি। ফলে বহু জায়গায় খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বর্ষার আগেই খাল সংস্কারের দাবি করেছেন এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্টের জলঙ্গি নদী থেকে এই খাল শুরু হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত ছুঁয়ে তেহট্টের জিতপুরের কাছে ফের জলঙ্গিতে মিশেছে। মৃতপ্রায় এই খাল একাধিক পঞ্চায়েতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বর্ষা ছাড়া জলের দেখা মেলে না এই খালে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর ধরেই এই খালে জল থাকছে না। অসংখ্য কৃষক ও মৎস্যজীবী জীবিকার্জনের জন্য এই খালের উপর নির্ভর করে। আগে এই খালে সারাবছর জল থাকত। তখন অনেকেই খালে মাছ ধরে সংসার চালাত। পাশাপাশি চাষবাসের কাজেও এই খালের জল ব্যবহৃত হতো।
পরিবেশ কর্মীদের দাবি, খালে প্লাস্টিক সহ যে পরিমাণ নোংরা আবর্জনা রয়েছে তাতে বৃষ্টি হলে সমস্যা হতে পারে। দূষণ বাড়বে জলঙ্গির। তাই অবিলম্বে এই খালের সংস্কার দরকার। স্থানীয় কৃষক, মৎস্যজীবীরা বলেন, খালের সংস্কার হলে তাঁদের অনেক সুবিধা হবে। সারা বছর জল থাকলে যেমন চাষ কাজ করা যাবে, তেমনি মাছ ধরে জীবিকা নির্বাহ করা যাবে। তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেই মতো কাজ হবে।