• ব্লকের প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র ডাক্তার ছুটিতে, সমস্যায় স্থানীয়রা
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রানাঘাট ২ ব্লকের একমাত্র প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১ মাস যাবত নেই চিকিৎসক। মাত্র একজন পশু চিকিৎসকের পোস্টিং থাকলেও তিনি ছুটিতে। দ্বায়িত্ব দেওয়া হয়নি বিকল্প কাউকেই। ফলে প্রতিদিন পোষ্যকে চিকিৎসার জন্য নিয়ে এসে ফিরে যাওয়াই যেন রুটিন হয়েছে গিয়েছে নদীয়ার অন্যতম বড় এই ব্লকের বাসিন্দাদের। কেন এই অব্যবস্থা? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। 


    সামান্য কিছুটা অঞ্চল বাদ দিলে রানাঘাট ২ ব্লক পুরোদস্তুর গ্রামীণ এলাকা। কৃষিকাজ ও পশুপালন নদীয়ার এই সীমান্তঘেঁষা ব্লকের মানুষের প্রধান পেশা। কমবেশি প্রায় সব বাড়িতেই হাঁস, মুরগি, গোরু, ছাগল পালন করা হয়। এছাড়াও কুকুর, বিড়ালের মতো পোষ্যের সংখ্যাও কম নয়। সেই সমস্ত পশুর চিকিৎসা মিলত রানাঘাট ২ ব্লক অফিসের পাশে থাকা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে। সাধারণ বেশ কিছু রোগের চিকিৎসা এবং ওষুধ দেওয়া হতো সেখান থেকেই। কিন্তু ইদানীং প্রতিদিন বহু মানুষ দূরদূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন পোষ্যকে চিকিৎসা না করিয়েই। কারণ, ব্লক অফিসের ভিতরে অবস্থিত এই প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে মোটে একজন চিকিৎসক রয়েছেন। তিনিও গত এক মাস যাবত ছুটিতে। অগত্যা দূরদূরান্ত থেকে গৃহপালিত পশুকে বয়ে নিয়ে এসেও চিকিৎসা না পেয়েই ফিরে যেতে হচ্ছে মানুষকে। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, বিকল্প কাউকে কেন দায়িত্ব দেওয়া হয়নি। উদাহরণ হিসেবে তুলে ধরা যায় শুক্রবারের একটি ঘটনাকে। রানাঘাট দুই ব্লকের বাসিন্দা রিমি পাল এসেছিলেন নিজের পোষা বিড়ালের চিকিৎসা করাতে। কিন্তু দীর্ঘক্ষণ প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে দাঁড়িয়ে থাকার পরেও চিকিৎসকের দেখা পাননি। অবশেষে সেখানকার একজন কর্মীকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, চিকিৎসক ছুটিতে। কবে আসবেন ঠিক নেই। ওই তরুণীকে বলা হয়, আইসমালি পশু হাসপাতালে যেতে। কিন্তু ওই তরুণীর পক্ষে একা পোষ্য নিয়ে অত দূর যাওয়া সম্ভব হয়নি। ফলে কর্তৃপক্ষের উপর ক্ষোভ ব্যক্ত করে তিনি চলে যান। একই সমস্যায় ভুক্তভোগী বিমল বিশ্বাস। গোরুর সমস্যা নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু ফেরত যেতে হয় তাঁকে। এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা দেবাশিস জানাকে। তিনি বলেন, এরকম অবস্থা কিনা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব। সেরকম হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)