আজ মাধ্যমিকে বসছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের ১ লক্ষ ২৮ হাজার পরীক্ষার্থী
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: আজ, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মোট ১ লক্ষ ২৭হাজার ৯৮৯জন মাধ্যমিক পরীক্ষায় বসছে। তিন জেলাতেই ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে তিন জেলা প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। জঙ্গলমহলে বেলপাহাড়ীতে বাঘের আতঙ্ক রয়েছে। সেজন্য ওই এলাকায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাস মালিক সংগঠন অতিরিক্ত বাস চালাবে। তিন জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাস্তায় যাতে পর্যাপ্ত বাস থাকে সেজন্য বাস মালিক সংগঠনগুলির সঙ্গে মিটিং করেছে প্রশাসন। রাস্তায় পর্যাপ্ত ট্রাফিক পুলিসও থাকবে।
সকাল ১০টা ৪৫মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিন পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার পর থেকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। অন্যান্য দিন সকাল ১০টার পর থেকে কেন্দ্রে ঢোকা যাবে। পর্ষদের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের সেন্টারের ভিতর ঢুকতে নিষেধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সেন্টারের ১০০মিটার এলাকাজুড়ে যাবতীয় জেরক্স সেন্টার বন্ধ রাখতে হবে। পরীক্ষার তিনদিন আগে থেকে লাউড স্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজ্যের মুখ্যসচিব। অথচ, নিষেধাজ্ঞার পরও অনেক জায়গায় রাত পর্যন্ত লাউড স্পিকার ব্যবহার করে অনুষ্ঠান চলছে।
পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থী ৬০হাজার ১৩৬। ছাত্র সংখ্যা ২৮হাজার ৭৮৪জন। ছাত্রী ৩১হাজার ৩৫২জন। গতবছর মোট ৫৭হাজার ১০০জন পরীক্ষা দিয়েছিল। তমলুক মহকুমায় ২১হাজার ৫৮৮জন পরীক্ষায় বসবে। হলদিয়া মহকুমায় পরীক্ষার্থী সংখ্যা ১১হাজার ৭৬৭। কাঁথি মহকুমায় পরীক্ষার্থী সংখ্যা ১৫হাজার ৬জন। এগরা মহকুমায় পরীক্ষায় বসছে মোট ১১হাজার ৭৭৫জন। মোট সেন্টার সংখ্যা ১১২টি। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের সামনে ফ্লেক্স টাঙানো হয়েছে। সেখানে পরীক্ষার্থীদের কী করণীয় এবং কী করণীয় নয়, সেটা উল্লেখ করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৮৯২জন। তারমধ্যে ছাত্র সংখ্যা ২৪হাজার ৬৭৬ ও ছাত্রী সংখ্যা ২৮ হাজার ২১৬জন। মোট ১২২টি সেন্টার রয়েছে। মেন ভেনু ৭৩টি ও অ্যাডিশনাল ভেনু ৪৯টি। গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পরীক্ষা উপলক্ষ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়ায় ছাড় ঘোষণা করেছে একাধিক পরিবহণ সংগঠন। তবে হাতি নিয়ে চিন্তা রয়েছে। এই সমস্যার কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় বনকর্মীদের সতর্ক রাখা হচ্ছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, সবদিক থেকে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
ঝাড়গ্রাম জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ৯৬১জন। ছাত্র ৭হাজার ৩০৫ জন। ছাত্রী সংখ্যা ৭হাজার ৬৫৬জন। মোট ৩৯টি পরীক্ষাকেন্দ্র থাকছে। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, এবার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ১৯৭৪জন। জেলার সিএমওএইচ ভুবনচন্দ্র হাঁসদা বলেন, মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। বিএমওএইচদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঝাড়গ্রাম মেডিক্যাল হাসপাতালেও চিকিৎসকরা থাকবেন। বেডও প্রস্তুত রাখা হয়েছে। সবরকমভাবে আমরা প্রস্তুত আছি। পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস চালানোর জন্য বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো সংগঠনের তরফে পর্যাপ্ত বাস নামানো হচ্ছে।