• ভগবানপুরে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর পঞ্চায়েতের মাশুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার নির্বাচনে সমিতির নয়টি আসনের মধ্যে পাঁচটি তৃণমূলের দখলে যায়। চারটিতে বিজেপি জয়ী হয়। গত কয়েকদিন ধরেই সমিতির নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির তৎপরতা চলছিল। এদিন ভগবানপুর থানার পুলিসের কড়া নিরাপত্তায় এই সমিতির নির্বাচন হয়। নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকে টানটান উত্তেজনা ছিল। ২০বছরের বেশি সময় এই সমিতি সিপিএমের কব্জায় ছিল। দীর্ঘদিন পর নির্বাচন হল। ভোটার সংখ্যা ৬৪৭। ভোট পড়ে ৬০১টি। জয় নিশ্চিত হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। বিজয় মিছিলও বের করা হয়।বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক স্বপন রায় বলেন, তৃণমূল তাদের নিজস্ব কায়দায় সমিতির ক্ষমতা দখল করেছে। তবে আমাদের প্রার্থীরাও যথেষ্ট লড়াই করেছেন।পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা ও ব্লক তৃণমূল সভাপতি রবিনচন্দ্র মণ্ডল দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)