• মেয়াদ শেষ রেজিস্ট্রারেরও, অভিভাবকহীন পিবিইউ 
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় বর্তমানে কার্যত অভিভাবকহীন। নিখিলচন্দ্র রায় সম্প্রতি উপাচার্যের পদ ছেড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দিয়েছেন। ফিনান্স অফিসারের কার্যকালের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তিনিও কিছুদিন হল ওই পদে নেই। প্রাক্তন উপাচার্য যাঁকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছিলেন সেই দিলীপ দেবনাথের কাজেরও সময়সীমা শেষ হয়েছে গত সপ্তাহে। ফলে পিবিইউতে এখন আর রেজিস্ট্রার নেই। 


    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী রেজিস্ট্রার দিলীপ দেবনাথ তাঁর কার্যকালের সময়সীমা অতিক্রান্ত হওয়ার বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরে জানিয়ে দিয়েছেন। কিন্তু এখনও সেখান থেকে কোনও নির্দেশিকা আসেনি। আজ, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি কাজকর্ম চালু হয়ে যাবে। কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ পদ ছাড়াই কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্তরের কর্মী থেকে পড়ুয়ারা। দিলীপবাবু বলেন, আগে যিনি উপাচার্য ছিলেন তিনি আমাকে ছ’মাসের জন্য অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছিলেন। কর্মদিবসের নিরিখে ৭ ফেব্রুয়ারি তা শেষ হয়েছে। উপাচার্য থাকলে এই পরিস্থিতিতে তাঁকেই জানাতে হয়। কিন্তু উপাচার্য পদটি ফাঁকা। তাই উচ্চশিক্ষা দপ্তরে বিষয়টি জানিয়েছি। সংশ্লিষ্ট দপ্তর বা সরকার নিশ্চই বিষয়টি দেখছে। পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কোচবিহার জেলা সভাপতি জ্যোর্তিময় ভৌমিক বলেন, পিবিইউ বেশকিছু দিন ধরেই উপাচার্যহীন অবস্থায় রয়েছে। ফিনান্স অফিসারের কার্যকালের মেয়াদ শেষ। রেজিস্ট্রারেরও কাজে মেয়াদ শেষ হল। দু’বারের সমাবর্তন না হওয়ায় পড়ুয়ারা শংসাপত্র পাননি। এছাড়াও নানা ধরনের সমস্যা আছেই। সব মিলিয়ে পিবিইউ এখন কার্যত অভিভাবক শূন্য। সরকারের কাছে অবেদন জানাচ্ছি যাতে দ্রুত এর সমাধান সূত্র বের করা হয়। 


    পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই নানা জটিলতা চলছে। উপাচার্য হিসেবে নিখিলচন্দ্র রায়কে নিয়োগ করার কিছুদিন পর তিনি তৎকালীন স্থায়ী রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলিকে সাসপেন্ড করেন। সেই বিষয়টি এখনও আদালতের বিচারাধীন অবস্থায়। তারপর থেকে অস্থায়ী রেজিস্ট্রারের মাধ্যমেই চলছে। এবার সেই রেজিস্ট্রারেরও কার্যকালের মেয়াদকাল উত্তীর্ণ হয়ে যাওয়ায় ওই পদ খালি হয়ে গেল। 
  • Link to this news (বর্তমান)