• মাধ্যমিক নির্বিঘ্নে করতে নামছে ৬০০ পুলিসকর্মী
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: উত্তরবঙ্গে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে জোর প্রস্তুতি নিয়েছে পুলিস ও প্রশাসন। আজ, সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরু। এজন্য শিলিগুড়িতে নামানো হচ্ছে ৬০০ পুলিস কর্মী। পাহাড়ের পরীক্ষাকেন্দ্রে থাকছে রুম হিটার। শুধু তাই নয়, অতিরিক্ত ৭৫টি বাস নামাচ্ছে এনবিএসটিসি। জলপাইগুড়িতে বিনা ভাড়ায় ৩০০টি টোটো চালাবে আইএনটিটিইউসি। অন্যদিকে, কোচবিহারে দৃষ্টিহীন সহ বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 


    শিলিগুড়ির মোট মাধ্যমিক পরীক্ষার্থী ১৩ হাজার ৬৯০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পাঠাতে জোর প্রস্তুতি নিয়েছে পুলিস। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, সকাল থেকেই শহরে মোতায়েন থাকবে অতিরিক্ত ৬০০ পুলিস। ৩০টি বাইক শহরের বিভিন্ন প্রান্তে রাখা হবে। পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাহলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসবে বাইক পেট্রোলিং বাহিনী। 


    দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৩৯৯৯ ও ৩২১১ জন। দার্জিলিংয়ে ৩৬টি এবং কালিম্পংয়ে ১৭টি পরীক্ষা কেন্দ্র। প্রশাসন সূত্রের খবর, ঠান্ডার জন্য দুই পাহাড়ের ৪৮টি পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থা করা হয়েছে। আর অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন হাসপাতালে বেড রাখা হয়েছে। 


    এনবিএসটিসি সূত্রে খবর, উত্তরবঙ্গে ৭৫টি অতিরিক্ত বাস চালানো হবে। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, পরীক্ষার্থীদের সহায়তায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি শহরে বিনা ভাড়ায় চলবে ৩০০টি টোটো। পরীক্ষার্থীদের সহায়তায় এমন উদ্যোগ নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের জলপাইগুড়ি টাউন ব্লক সভাপতি পুণ্যব্রত মিত্র বলেন, পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে বিনা ভাড়ার ওইসব টোটো শহরের প্রতিটি স্ট্যান্ডে থাকবে। পাশাপাশি গলি রাস্তাতেও ঘুরবে। বিনা ভাড়ার টোটো খুঁজে পেতে যাতে সমস্যা না হয়, সেজন্য সেগুলিতে ‘ফ্রি সার্ভিস’ লেখা স্টিকার সাঁটানো হয়েছে। 


    এছাড়া, জেলা পুলিসের ৩৬টি সহায়তাকেন্দ্র, বিশেষ বাইক পেট্রোলিং বাহিনী, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সামনে পিঙ্ক ভ্যান ও উইনার্স টিম থাকছে। ময়নাগুড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিতে পাঁচটি টোটোর ব্যবস্থা করছে পুলিস। আর বনাঞ্চলের পরীক্ষার্থীদের এসকর্ট করে পৌঁছে দেবে বনদপ্তর। এজন্য তারা ২৫টি বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যাতে কোনওভাবেই বন্যপ্রাণীর হামলার মুখে না পড়ে, সেজন্য মোতায়েন থাকছে বনদপ্তরের ক্যুইক রেসপন্স টিম। 


    আলিপুরদুয়ারের জলদাপাড়া ও বক্সার জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রের বনপথগুলিতে টহলদারি শুরু হয়েছে বনদপ্তরের। পরীক্ষার্থীরা যাতে জঙ্গলের পথ না ব্যবহার করে সেজন্য মাইকিং করা হয়েছে। পরীক্ষার্থীদের বনদপ্তরের গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে। এবারে কোচবিহারের টাউন হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তিনজন দৃষ্টিহীন ছাত্র। এরবাইরে দিনহাটা ও তুফানগঞ্জের আরও ন’জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী রয়েছে।
  • Link to this news (বর্তমান)