• মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা গড়তে উদ্যোগী সরকার
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগ ও চাইল্ড হাব গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। এজন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৭১ লক্ষ টাকা। অনুমোদন পেতেই প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শনিবার রাতে বৈঠক করেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। মানিকচক গ্রামীণ হাসপাতালে বর্তমানে ছ’জন চিকিৎসক এবং ১২ জন নার্স রয়েছেন। ইনডোরে ৩০টি শয্যা রয়েছে। মানিকচক ব্লক ছাড়াও পার্শ্ববর্তী ব্লক এমনকী প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ পরিষেবার জন্য এখানে আসে। প্রতি মাসে গড়ে ৪০০০ মানুষকে পরিষেবা দেওয়া হয়। তারমধ্যে প্রায় ২০০ জন প্রসূতিকে সন্তান প্রসব করান হয়। তবে অনেক ক্ষেত্রে প্রসূতিদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিশেষ করে ভূতনি ও নারায়ণপুর চরের মতো দুর্গম এলাকা থেকে আসতে প্রসূতিদের সমস্যায় পড়তে হয়। তার উপর কোনও কারণে তাঁদেরকে মালদহে রেফার করার প্রয়োজন হলে সমস্যা জটিল হয়। মাঝেমধ্যে প্রসূতির মৃত্যুও ঘটে। তাই গত বছর মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিকচকে একটি মাতৃমা বিভাগের জন্য আবেদন জানান বিধায়ক সাবিত্রী মিত্র। অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে। স্বাস্থ্যভবন থেকে মানিকচক হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট মাতৃমা বিভাগ ও চাইল্ড হাবের অনুমোদন দেওয়া হয়েছে। মানিকচক হাসপাতালে শনিবার রাতের বৈঠকে বিধায়কের পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীক শঙ্কর কুমার, বিডিও অনুপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। সাবিত্রী মিত্র বলেন, এটি খুবই খুশির বিষয়। মাতৃমা ও চাইল্ড হাব হলে গর্ভবতী মায়েরা প্রসবের আগে থেকেই এখানে পরিষেবা পাবেন। যার ফলে ঝুঁকি কমবে। শিশুদের চিকিৎসাও তৎপরতার সঙ্গে এখানেই হবে। এজন্য ৯ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। খুব দ্রুত টেন্ডার করে কাজ শুরু হবে।
  • Link to this news (বর্তমান)