• মাধ্যমিকে নকল রুখতে প্রস্তুত পুলিস, প্রশাসন
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মালদহে মাধ্যমিক চলাকালীন প্রশ্নফাঁসের প্রবণতা রুখতে পরীক্ষার প্রথম দিন থেকেই কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে একাধিক স্তরে। আজ, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা। একই সঙ্গে শুরু হচ্ছে আলিম ও ফাজিল পরীক্ষাও। এবছর মালদহের ১৯টি মূল কেন্দ্রের অধীনে ১২২টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক দেবে মোট ৪৭ হাজার ৯০০ জন পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ২২৮ জনই ছাত্রী। 


    উল্লেখ্য, গত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই মালদহে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই প্রবণতা রুখতে গত বছর থেকেই মাধ্যমিকের প্রশ্নপত্রে চালু করা হয় কোড। ফলে প্রশ্নফাঁসের উৎস চিহ্নিত করে কড়া পদক্ষেপ করতে সক্ষম হয় পর্ষদ কর্তৃপক্ষ। এবার কোডের ব্যবস্থা অপরিবর্তিত থাকছে। এবার ৩০টি কেন্দ্রকে স্পর্শকাতর চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 


    মালদহে পরীক্ষায় নজরদারির জন্য থাকছেন পর্ষদ নিযুক্ত আহ্বায়ক বিপ্লব গুপ্ত সহ মোট ১২ জনের ডিস্ট্রিক্ট মনিটরিং টিম। নজরদারির দ্বিতীয় বলয়ে ১৯টি মূল কেন্দ্রের জন্য থাকছেন আরও ৩৭ জনের নজরদারি দল। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষাদপ্তর মনোনীত একজন অফিসার ইনচার্জ, জেলা প্রশাসন নিযুক্ত একজন করে ভেন্যু ইনচার্জ এবং অতিরিক্ত ভ্যেনু সুপারভাইজার থাকবেন।


    মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন রুখতে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। কোনও ক্ষেত্রেই কোনও রকম অবাঞ্ছনীয় ঘটনা বরদাস্ত করা হবে না।


    এদিকে, উত্তর দিনাজপুর জেলায় ১০১টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে পাঁচটি স্কুলকে স্পর্শকাতরের তালিকায় রাখা হয়েছে। অতীত অভিজ্ঞতায় নকল করার জন্য ওই পাঁচটি স্কুল সহ সব পরীক্ষাকেন্দ্রেই স্কুল কর্তৃপক্ষ, শিক্ষাদপ্তর, পুলিস ও প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে। মাধ্যমিক পরীক্ষার উত্তর দিনাজপুর জেলার কনভেনার বিকাশচন্দ্র দাস বলেন, জেলার ৩৪ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে। তারমধ্যে ২২ হাজার ২৭৩ জন ছাত্রী ও ছাত্র ১২ হাজার ৩৩৫ জন।


    মাধ্যমিক পরীক্ষার জন্য জেলা প্রশাসন রবিবার পর্ষদের প্রতিনিধি, পুলিস ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে বসে। সেখানেই সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা, নির্বিঘ্নে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনের স্পষ্ট বার্তা কোনওভাবেই পরীক্ষায় নকল বরদাস্ত করা হবে না। পাশাপাশি রায়গঞ্জ পুলিস জেলা পরিক্ষার্থীদের সুবিধার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেটি হল ৯১৪৭৮-৮৯১১৯। একইভাবে পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ইসলামপুর পুলিস জেলা নিজের কন্ট্রোলরুমের দুটি নম্বর সক্রিয় রাখছে। সেগুলি হল +৯১-৩৩-২৬৪১-৫৬১৪ এবং +৯১-৩৩-২৬৩৭-৪৭৬২। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা রাখছি। রাস্তায় অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা সহ নিরাপত্তার ক্ষেত্রে কড়া নজরদারি রাখা হচ্ছে।


    দক্ষিণ দিনাজপুর জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৩২০ জন। তারমধ্যে ছাত্র ৭৪৫০ জন এবং ছাত্রী ৯৮৭০ জন। জেলায় ৫৩টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। শনিবার থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসনের তরফেও সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)