• মাটিগাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণে গ্রেপ্তার অরুণাচলের যুবক
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চা বাগানে নিয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ। গ্রেপ্তার অরুণাচল প্রদেশের যুবক। মাটিগাড়া থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাহিল হুসেন। শনিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে মাটিগাড়ার চাঁদমনি চা বাগানে। শিলিগুড়ির ওই নাবালিকার পরিবার দোষীর কঠোর শাস্তি চেয়েছে। 


    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় শিলিগুড়ির ওই নাবালিকার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে অরুণাচলের এই যুবক। ক্রমেই নাবালিকাকে প্রেমের জালে ফাসিয়ে নেয় অভিযুক্ত। নাবালিকাকে দেখা করার টোপ দিয়ে যুবক অরুণাচল থেকে শনিবার রাতে এনজেপি স্টেশন চলে আসে। নাবালিকা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে স্টেশনে যায়। এরপর যুবক ঘুরতে যাওয়ার নাম করে নাবালিকা প্রেমিকাকে অন্ধকার চাঁদমণি চা বাগানে নিয়ে আসে। ছাত্রীর পরিবারের অভিযোগ, সেখানেই নাবালিকাকে ওই যুবক ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে মাটিগাড়া থানার পুলিসকে খবর দেয়। নাবালিকার পরিবারকেও বিষয়টি জানানো হয়। পুলিস এসে যুবককে গ্রেপ্তার করে। নাবালিকাকে উদ্ধার করে। ছাত্রীর পরিবার মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


    মাটিগাড়া থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, একটি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)