ঋদ্ধির ক্লাব অগ্রগামীকে এসএমকেপি’র বিরুদ্ধে কোণঠাসা করার অভিযোগ
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির ক্রিকেটে ঋদ্ধির ক্লাবকে কোণঠাসা করার চক্রান্তের অভিযোগ উঠল। সুপার ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের খেলায় শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ বা এসএমকেপি প্রথম পর্বের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। তাতে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে অগ্রগামী, বাঘাযতীন ও জিটিএস ক্লাব দু’টি করে ম্যাচ খেলে ফেলবে। তারপর স্বস্তিকা যুবক সঙ্ঘ খেলতে নামবে।
অগ্রগামীর সচিব পার্থসারথি দাস বলেন, এই ক্রীড়াসূচি নিরপেক্ষ নয়। স্বস্তিকা যুবক সঙ্ঘকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এমনটা করা হয়েছে। চ্যাম্পিয়নের লড়াইয়ে সুপার ফোরে প্রত্যেকটি ক্লাব তিনটি করে ম্যাচ খেলবে। সেখানে তিনটি ক্লাব দু’টি করে ম্যাচ খেলে ফেলার পর লিগ চ্যাম্পিয়নশিপের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তা দেখেই স্বস্তিকা যুবক সঙ্ঘ অভিযান শুরু করবে। এসএমকেপি’র ক্রিকেট সচিব মনোজ ভার্মা স্বস্তিকার প্রতিনিধি। এ কারণেই অগ্রগামীকে কোণঠাসা করে স্বস্তিকাকে চ্যাম্পিয়ন করার জন্যই এ ধরনের ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে।
এসএমকেপি’র ক্রীড়াসূচি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ির ক্রীড়া মহলে আলোড়ন পড়েছে। ক্লাবগুলিও এই সূচিতে পক্ষপাতিত্বের দিকটি দেখছে। বেশকিছু ক্লাব প্রতিনিধির অভিযোগ, ক্রিকেট সচিব নিজের ক্লাবকে সুবিধা পাইয়ে দিতেই মর্জিমতো শিলিগুড়িতে ক্রিকেট চালাচ্ছেন। এমন ক্রীড়াসূচি কোথাও হয় না। অগ্রগামীর সচিব পার্থসারথি দাস বলেন, আমাদের কোণঠাসা করার চক্রান্ত অনেকদিন ধরে চলছে। ক্রীড়া পরিষদের ক্রিকেট সাব কমিটিতে অগ্রগামীর কোনও প্রতিনিধি রাখা হয়নি। অথচ স্বস্তিকা যুবক সঙ্ঘের চারজন প্রতিনিধি রয়েছেন। উত্তরবঙ্গ এবং রাজ্য ক্রিকেটে অগ্রগামীর সুনাম রয়েছে। ঋদ্ধিমান সাহার পাশাপাশি এই ক্লাব কামালহাসান মণ্ডল, পলাশ ভৌমিক, জয়ন্ত ভৌমিক, বিক্রমজিৎ ভৌমিক, সুমন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক তারকা ক্রিকেটার উপহার দিয়েছে। রাজ্য ক্রিকেটে অগ্রগামীর আলাদা জায়গা রয়েছে। অগ্রগামীর এই কৃতিত্ব খাটো করার জন্যই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও এসএমকেপি’র ক্রিকেট সচিব মনোজ ভার্মা এই অভিযোগ অস্বীকার করেছেন। ক্রীড়াসূচি প্রসঙ্গে বলেন, এটি পার্ট ফিক্সচর। পরের ফিক্সচারে ১৪ ফেব্রুয়ারি স্বস্তিকার খেলা রাখা হচ্ছে। এখানে পক্ষপাতিত্বের কিছু নেই। মাঠের সমস্যা রয়েছে। তাড়াতাড়ি খেলার শেষ করার জন্য এভাবেই ফিক্সচার করা হয়েছে। কিন্তু প্রথম পর্বের ক্রীড়াসূচিতে তিনটি ক্লাব দু’টি করে ম্যাচ খেললেও স্বস্তিকা একটি ম্যাচও কেন খেলছে না? এর জবাবে তিনি বলেন, আগে বা পরে সবাই সবার সঙ্গে খেলবে। যদিও তাঁর এই উত্তরে কেউ সন্তুষ্ট নন।