• মায়ের বকুনি খেয়ে ‘আত্মঘাতী’ পঞ্চমের পড়ুয়া, অবাক পড়শীরা
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রায়গঞ্জ: পড়তে বসা নিয়ে মায়ের বকুনি। অভিমানে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করল বছর এগারোর এক বালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করণদিঘির আলতাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায়  পড়তে বসতে বলা হয় ওই বালককে। কিন্তু পড়তে না বসায় ছেলেকে বকাবকি করেন বালকের মা। এরপরই ওই বালককে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 


    মৃতের মামা বলেন, শনিবার আমরা সবাই বাড়িতে বসে গল্প করছিলাম। সন্ধ্যা হওয়ায় ভাগ্নেকে পড়তে বসার জন্য বলা হয়। পড়তে না বসলে একটু শাসন করা হয়। এরপরই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এক ঘণ্টা পর বোন ভাগ্নেকে ডাকতে ঘরে গেলে চিত্কার করে ওঠে। গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।  পঞ্চম শ্রেণির ছাত্রের এধরনের কাণ্ডে হতভম্ব এলাকাবাসী। এলাকায় নেমেছে শোকের ছায়া। এত কম বয়সে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার  চিন্তাভাবনা কোথা থেকে এল? তা নিয়ে ধন্দে স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ সিং। তিনি বলেন, আমরা ভাবতেই পারছি না, এতটুকু বাচ্চা এধরনের কাজ করবে। 


    এগারো বছর বয়সী বালকের আত্মহত্যার ঘটনায় রায়গঞ্জ মেডিক্যালের মনোবিদ সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে সামাজিক ও শারীরিক বয়সের চেয়ে মানসিক বয়স বেশি বেড়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমেরও কুপ্রভাব পড়ছে। যেখানে রিল আর রিয়েল আলাদা করতে পারছে না বালক, কিশোররা। যার জেরে বাচ্চারাও এধরনের কাণ্ড ঘটিয়ে ফেলছে।
  • Link to this news (বর্তমান)