সংবাদদাতা, তপন: তপনের লস্করহাটে বাঁশ এবং গাছের গুড়ি ব্যবহার করে চলছে পিএইচই’র পাইপ লাইনের কাজ। নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন তপন ব্লকের ৯ নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাটের বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের লক্ষ্যে পিএইচই পাইপলাইন পাতার কাজ করছে। লস্করহাটে নিচু জায়গা, জলাশয় বা খাঁড়িতে কংক্রিটের খুঁটি বসিয়ে বা ঢালাই না করে শুধু বাঁশ এবং গাছের গুঁড়ি পোঁতা হচ্ছে। যার উপর দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়া হবে। বাসিন্দাদের বক্তব্য, বাঁশ বা গাছের গুঁড়ি ব্যবহারে তা কম টেকসই হবে। এবং বছর না ঘুরতেই ভেঙে গিয়ে বিপত্তি ঘটতে পারে। প্রতিবাদে এদিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
পাইপলাইনের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেখানে স্থানীয়দের সঙ্গে হাজির ছিলেন সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস। কংক্রিটের পিলারের উপর দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার দাবি তুলেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা পীযূষ বিশ্বাস বলেন, নিম্নমানের কাজ হচ্ছে। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। সিপিএম নেতা দিলীপ বলেন, বর্ষার দিনে জলের তোড়ে ভেঙে যেতে পারে বাঁশ বা গাছের গুঁড়ি। ফলে পাইপলাইন ফেটে ঘটতে পারে বিপত্তি। কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার তরুণ কুণ্ডুর বক্তব্য, পিএইচই থেকে আমাদের এভাবেই কাজ করতে নির্দেশ দিয়েছে।
দপ্তরের জেলা আধিকারিক শুভব্রত কর বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি। অনেক সময় অস্থায়ী কাজের জন্য এভাবে করা হয়। তবে স্থায়ীভাবে হলে পাকাপোক্ত কাজ হবে।