• মঙ্গলবাড়ি স্কুলপাড়া মাঠ সংস্কারের আশ্বাস দিলেন পুর চেয়ারম্যান
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি স্কুলপাড়া মাঠে ভিড় বাড়ছে প্রাতর্ভ্রমণকারীদের। সেখানে রোজ নিয়ম করে প্রবীণরা হাঁটতে আসছেন। তাঁরা দীর্ঘ সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, শরীর ফিট রাখার জন্য চাকরিমুখী যুবকরাও মাঠমুখী হচ্ছেন। তাঁরা দৌড়ঝাঁপ করে ঘাম ঝরাচ্ছেন। সেজন্য শহরের সিংহভাগ মানুষ ওই মাঠ আয়তনে বৃদ্ধি, সৌন্দর্যায়ন সহ সংস্কারের দাবি জানিয়েছেন। রবিবার ওই মাঠ পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুর কর্মীদের মাঠ সাফাইয়ের নির্দেশ দেন। মাঠে ছোট গর্তগুলি বুজিয়ে দিতে বলেন। জল দিয়ে মাঠ সমান করান।


    পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বলেন, শীতকাল জুড়ে মাঠে অনেক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। অনেকে প্যান্ডেল তৈরি করেছিল। সেজন্য মাঠে বাঁশ পোঁতা হয়েছিল। বাঁশ তুলে নিয়ে গেলেও গর্তগুলি রয়েছে। এদিন সেগুলি বুজিয়ে দিয়ে ঠিক করা হয়েছে। অনেক আবর্জনা পরিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে মাঠের সৌন্দর্যায়ন করা হবে।


    উল্লেখ্য, পুরাতন মালদহ পুরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। শহরের এক প্রান্তে কালাচাঁদ স্কুলের মাঠ, শেষ প্রান্তে তাঁতিপাড়া মাঠ রয়েছে। শহরের মাঝখানে স্কুলপাড়ার মাঠ বেশ গুরুত্বপূর্ণ। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০  নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্কুলপাড়া মাঠের উপর বেশি নির্ভরশীল। অভিযোগ, মাঠে বিভিন্ন সময় অনেক জায়গায় গর্ত হয়ে থাকে। আবর্জনা পড়ে থাকে। এতে অনেকের সমস্যা হয়। রোজ এই মাঠে আসেন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত ঘোষ নামে এক যুবক। তিনি বলেন, মাঠে অনেক গর্ত তৈরি হয়েছে। দৌড়াতে আমাদের অসুবিধা হয়। অনেক বসার শেড ঠিক নেই। সেগুলি সংস্কার সহ সৌন্দর্যায়ন করলে ভালো হয়। ইংলিশবাজারের বৃন্দাবনী মাঠের মতো দৌড়ের ট্র্যাক দরকার রয়েছে। পুরসভার চেয়ারম্যান আরও বলেন, আগামী দিনে ওই মাঠের ভোলপাল্টে দেওয়া হবে। সকলের সুবিধার জন্য মাঠ সামনের দিকে আরও বাড়ানো হবে।  কিছু  গাছ রোপণ করা হবে। সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। বেশকিছু পরিকল্পনা আমাদের রয়েছে।
  • Link to this news (বর্তমান)