সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার দুপুরে পুরাতন মালদহে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর বয়স ১৫ বছর। বাড়ি ওই ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কাদিরপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা ইংলিশবাজারের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশুনা করত। ছাত্রীর মা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। এদিন তিনি মেয়েকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিল না। তিনি ফিরে এসে দেখেন মেয়ে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তবে কী কারণে মৃত্যু তা নিয়ে পরিবারের লোকেরা ধন্দে পড়েছেন। পুরো ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।