সংবাদদাতা, রায়গঞ্জ: প্রেমিকার মাথায় লাল আবির মেখে দিয়েছিল প্রেমিক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মঘাতী’ হল এক নাবালিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১০ দিন আগে মোহিনীগঞ্জ এলাকায় একটি কীর্তন হয়। সেই কীর্তনে আবির খেলা হলে ওই নাবালিকার মাথায় লাল আবির মাখানো ছবি তোলে করণদিঘির এক কিশোর। সেই কিশোরের এক বন্ধু ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সেই ছবি সমাজমাধ্যমে দেখতে পেয়ে কিশোরী আপত্তি জানালে অভিযুক্ত দুই কিশোর ছবিটি ডিলিট করতে অস্বীকার করে। তিনজনের মধ্যে এনিয়ে ঝামেলাও হয়। এর জেরেই নাকি চরম সিদ্ধান্ত নেয় নাবালিকাটি। মৃতার দাদা বলেন, বোনের মাথায় লাল আবির মাখানো ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করে। ছবিটি বাড়ির লোকের নজরে আসায় বোনকে বকাবকি করা হয়। ছবিটি ডিলিট করার জন্য বললে অভিযুক্তরা ডিলিট করতে অস্বীকার করে। এরপরই শনিবার দুপুরে ঘরের মধ্যে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে বোন আত্মহত্যা করে। দু’জনেরই শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার।এক কিশোরের মা জানান, ছেলের সোশ্যাল মিডিয়া ংপ্রোফাইল ব্যবহার করে ওই ছবিটি পোস্ট করেছে ওর বন্ধু। তাঁর ছেলে এই ছবিটি পোস্ট করেনি। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।