• মাইক বাজিয়ে কীর্তন, বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিস
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে কীর্তন। বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিস। সেই রোষে পুলিসের গাড়ির উপর চলে হামলা। করা হয় ভাঙচুর। শনিবার রাতে জলপাইগুড়ির গড়ালবাড়ি লাগোয়া বাহাদুর পঞ্চায়েতের নাগপাড়ার ওই ঘটনায় সংশ্লিষ্ট কীর্তন কমিটির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। অভিযোগ, এতটাই জোরে মাইক বাজছিল যে, এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। তারা ফোন করে পুলিসে অভিযোগ করে। তারপরই পুলিস এসে ব্যবস্থা নিলে ঝামেলা বেঁধে যায়।


    অতিরিক্ত পুলিস সুপার (সদর) সৌভনিক মুখোপাধ্যায় বলেন, অভিযুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। মাধ্যমিক পরীক্ষার সময় মাইক চালানো বরদাস্ত করা হবে না। কীর্তন কমিটির লোকজনের দাবি, পুলিস এসে কোনও কথা না বলে মাইকের তার ছিঁড়ে দেয়। চেয়ার ভাঙচুর করে। এসব দেখেই শুরু হয় বচসা। পুলিসের উপর হামলার ঘটনা স্বীকার করে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী প্রদীপ রায় জানান, কীর্তনের আসরে প্রচুর মানুষ ছিলেন। কারা পুলিসের গাড়ির কাচ ভেঙেছে তা বলা মুশকিল। পুলিসেরও মাইকের তার ছিঁড়ে দেওয়া উচিত হয়নি। যেখানে কীর্তন হচ্ছিল, সেখান থেকে ৫০০ মিটারের মধ্যে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী আছে বলে আমার জানা নেই। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মনের নির্বাচনী ক্ষেত্র গড়ালবাড়ি। তিনি বলেন, কার অনুমতিতে ওই কীর্তনে মাইক ব্যবহার করা হচ্ছিল, কারা পুলিসের গাড়িতে হামলা চালাল, বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। 
  • Link to this news (বর্তমান)