• সাইকেল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা ও নাগরাকাটা: সাইকেল থেকে পড়ে গুরুতর জখম। তারপর মৃত্যু। মালবাজারের ডামডিম এলাকার এক বৃদ্ধের এমনই চাঞ্চল্যকরভাবে মৃত্যুতে শোরগোল পড়েছে।  


    মৃতের নাম লক্ষ্মণ সাঁওতাল(৬১)। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সা চলাকালীন তিনি মারা যান। এদিন তার দেহের ময়নাতদন্ত হয়েছে। 


    মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীলকুমার প্রসাদ বলেন, ডামডিম চা বাগানের বাসিন্দা লক্ষ্ণণবাবু দিন কয়েকআগে কোনও কাজে সাইকেল নিয়ে বেরোন। সেসময় বয়সজনিত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে পড়ে যান তিনি। এতেই ঘটে-বিপত্তি। গুরুতর জখম হন। শারীরিক অসুস্থতার ফলে এই ঘটনায় তিনি আরও অসুস্থ বোধ করেন।  পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।


    এদিকে উত্তরবঙ্গ মেডিক্যালে ওদলাবাড়ির এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারি বাড়িতেই হঠাৎ বমি করতে শুরু করে ওই কিশোরী। তড়িঘড়ি তাকে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর  শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ ফেব্রুয়ারি মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে কি কারণে ওই কিশোরীর মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই স্পষ্ট হবে।
  • Link to this news (বর্তমান)