• আজ মাধ্যমিক পরীক্ষা শুরু
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রস্তুত প্রশাসন। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা সাড়ে ৫ লক্ষের বেশি। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩। এ বছর রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়ছে। সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। হলে প্রবেশ করার পর প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলবে বেলা ২টো পর্যন্ত। প্রথম দিন পরীক্ষাকেন্দ্রের গেট খুলে দেওয়া হবে সকাল সাড়ে ৯টায়। তখন থেকেই সেন্টারে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। 


    মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসন বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কলকাতা পুলিসের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৩৩৭২২৮২। এছাড়া, জেলাস্তরেও চালু থাকবে হেল্পলাইন। বর্ধমানের জন্য ০৩৪-২২৬৬২৩৭৭, মেদিনীপুরের জন্য ০৩২২২-২৭৫৫২৪, কলকাতার জন্য ০৩৩ ২৩২১৩৮১১ এবং উত্তরবঙ্গের জন্য ৮২৪০৭৫৬৩৭১।
  • Link to this news (বর্তমান)