• গভীর রাতে ভাঙড়ে সব্জি ব্যবসায়ীকে গুলি, টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা পুলিসের আওতায় আসার পরও ভাঙড়ে বন্ধ হয়নি অবাধ লুটতরাজ। গভীর রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন সব্জি ব্যবসায়ী। আহতের নাম চিত্ত ঘোষ (৩১)। ভাঙড়ের বামুনিয়া গ্রামের বাসিন্দা যুবক। তাঁকে জখম করে টাকার ব্যাগ ছিনতাইয়ের পর চম্পট দিল তিন দুষ্কৃতী। বাইকে চেপে আসে তিনজন। শনিবার রাতে বেলেদানা বাজারের কাছে ঘটনাটি ঘটে। পলাতক আততায়ীদের খোঁজ শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিস। 


    পুলিস সূত্রে খবর, গভীর রাতে বাইক চালিয়ে সব্জি কিনতে যাচ্ছিলেন ব্যবসায়ী। নিউটাউন লাগোয়া গাবতলার পাইকারি হাটে যাচ্ছিলেন চিত্ত। সঙ্গে ছিল টাকার ব্যাগ। তাতে ১৬ হাজারের কিছু বেশি টাকা ছিল বলে জানিয়েছেন তিনি। মাঝরাস্তায় তাঁর বাইক আটকায় তিন অজ্ঞাতপরিচয় যুবক। তারা স্কুটারে ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে তারা। যুবক বাধা দিলে তাঁকে লক্ষ্য করে ওয়ান শটার থেকে গুলি ছোড়ে আততায়ীরা। গুলি লাগে ব্যবসায়ীর ডান হাতে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। স্থানীয়রা জখম চিত্তকে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিস। ব্যবসায়ীকে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন যুবক। খুনের চেষ্টার ও লুটের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। আশপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়নি। যদিও স্কুটারের নম্বর প্লেটটি চিহ্নিত করতে পেরেছে পুলিস। সেটা আসল না ভুয়ো, তা খতিয়ে দেখা হচ্ছে। 


    এদিকে,  কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় মেহবুব মোল্লা নামে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। এই ঘটনায় দিনতিনেক আগে ইনজামাম-উল-হককে গ্রেপ্তার করা হয়েছিল।
  • Link to this news (বর্তমান)