• ৭০ বার কুপিয়ে শিল্পপতি দাদুকে খুন গুণধর নাতির!
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • হায়দরাবাদ: সম্পত্তি সংক্রান্ত বিবাদ। তার জেরেই শিল্পপতি দাদুকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। ওই বৃদ্ধের দেহে ৭০টি ক্ষত চিহ্ন মিলেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পাঞ্জাগুট্টা পুলিস সূত্রে খবর, গত ৬ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত কে কিরিটি তেজা ছুরি নিয়ে হামলা চালায় দাদুর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভেলজান গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ভি সি জনার্দন রাওয়ের। বাধা দিতে গিয়ে জখম হয়েছেন তেজার মা—ও। একাধিক ক্ষত নিয়ে ওই মহিলাও হাসপাতালে ভর্তি।  জানা গিয়েছে, আমেরিকায় উচ্চশিক্ষা সম্পন্ন করে সম্প্রতি হায়দরাবাদে ফিরে এসেছিলেন তেজা। গত বৃহস্পতিবার মা-কে নিয়ে রাওয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। ওই মহিলা কফি আনতে গেলে তেজা ও রাওয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝামেলা শুরু হয়। তখনই ছুরি নিয়ে দাদুর উপর হামলা চালায় অভিযুক্ত। অভিযোগ পেয়ে খুনের মামলা রুজু করেছে পুলিস। 
  • Link to this news (বর্তমান)