নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় প্রকল্প দ্য ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের (এনকেএন) সুবাদে পাওয়া সরকারি ইন্টারনেটের লাগামছাড়া ব্যবহার চলছে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাই সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে সরকারি ইন্টারনেটে বসবে আরও দুর্ভেদ্য ফায়ার ওয়াল সিস্টেম। বাদ পড়বে যাবতীয় সোশ্যাল মিডিয়া, ই কমার্স, অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ, সমস্ত ওটিটি, ইউটিউব। থাকবে শুধুমাত্র সমস্ত সরকারি পোর্টাল ও সাইট দেখার সুযোগ, হোয়াটসঅ্যাপ, কয়েকটি মেল, বৈঠক করার বিভিন্ন মিটিং সাইট। এন আর এস-এর অধ্যক্ষ ডাঃ পীতবরণ চক্রবর্তী বলেন, সরকারি প্রয়োজন, শিক্ষামূলক প্রয়োজন ও চিকিৎসক-কর্মীদের কাজের সুবিধায় দেওয়া হয়েছিল ইন্টারনেট। তার অপব্যবহার রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্রের খবর, এন আর এস-এ সরকারি নেটের ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। তা নিয়েই চলছিল ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা, ই কমার্স সাইটে গিয়ে দেদার কেনাকাটা, সিনেমা ডাউনলোড, সোশ্যাল মিডিয়ায় চ্যাট—কী নয়! ফায়ার ওয়াল বসালে, তাতেও ধরা পড়ে কীর্তি। এদিকে হাসপাতাল ও কলেজে কাজকর্ম ও পড়াশোনা কেমন চলছে, জানতে সিসি ক্যামেরা বসিয়েছিল এনএসসি। এন আর এসের এক কর্তা বলেন, আমাদের ওই ইন্টারনেটের স্পিড থাকার কথা ১০০ এমবিপিএস। অপব্যবহারের কারণে স্পিড কমে হয়েছে ৩০ এমবিপিএস। এনএমসি’র আধিকারিকরা সিসিটিভি’র ভিডিওগুলিই আর খুলতে পারছেন না। বাফারিং হয়েই চলেছে।