• ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআইয়ের ‘ভালোবাসার মিছিল’! প্রচারে ‘সাথী’র গান
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  •  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিছিলের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে জিত্ অভিনীত ‘সাথী’ ছবির সেই জনপ্রিয় গান ‘এ গান আমার’। ব্যাপারটা কী? ১৩ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠন এসএফআই একটি মিছিল ডেকেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির এই মিছিলের দাবি ছাত্র সংসদ নির্বাচন, পরিকাঠামোগত উন্নয়ন। কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘ভালোবাসার মিছিল’। 


    এসএফআই’র ডাকে এহেন একটি মিছিলের প্রচারে স্লোগানের বদলে চলছে ‘এ গান আমার’! আর সেই মিছিলের মূল দাবি ছাত্র সংসদ নির্বাচন! স্বভাবতই এনিয়ে বাম কর্মী-সমর্থকদের মধ্যেই শুরু হয়েছে মতবিরোধ। অনেকের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডে ‘এ গান আমার’ না দিলেই ভালো হতো। এমন প্রশ্নও উঠেছে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। তার আগের দিন মিছিলের নামে কি ‘একসঙ্গে হাঁটা’র কর্মসূচি? এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক মাল্যবান গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ক্যাম্পাসে বিদ্বেষের রাজনীতি চলছে। সুস্থ চর্চার জন্য ভালোবাসার রাজনীতি দরকার। আমরা ওই প্রচারে ছাত্র সংসদ নির্বাচনের দাবি রাখছি। ভালোবাসার পরিসর তৈরির চেষ্টা হচ্ছে।’ তা বলে বামেদের প্রচারে এই গান? এক ছাত্রনেতার কথায়, ‘এই ধরনের গান ব্যবহার করা দরকার। অনেক মানুষকে কাছে নিয়ে আসা যায়। তবে এক্ষেত্রে অন্য গানও হতে পারত।’ মাল্যবানের সওয়াল, ‘পপুলার মিউজিক দিয়ে যদি রাজনীতিবিমুখ ছাত্রদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা যায়, সমস্যা কী?’ 


    সূত্রের খবর, ১৪ তারিখই এই মিছিল হওয়ার কথা ছিল। তার বদলে ১৩ তারিখ হচ্ছে। এই মিছিলের ডাক কি আদতেই যুগলদের একসঙ্গে সময় কাটানোর ব্যবস্থা? মাল্যবান বলছেন, ‘বিচ্ছিন্ন করার সময় আমরা যদি একসঙ্গে করতে চাই, সেটাও একটা রাজনীতি।’ যুক্তির জাল যতই থাকুক না কেন, বাম ছাত্রদের মিছিলে ‘এ গান আমার’ শুনে নাক সিঁটকোচ্ছেন অনেকেই।
  • Link to this news (বর্তমান)