নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারী নিরাপত্তা, নারীর সম্মান নিয়ে সদা সোচ্চার বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদেরই এক সদস্যর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানীর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেটের সামনে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তথা এসএফআই কর্মীর বিরুদ্ধে। এই বিষয়ে এসএফআইয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ইউনিটের তরফে জানানো হয়, গত ২৮ জানুয়ারি ওই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। যদিও অভিযোগ, এই ঘটনার পর আগের তারিখ দেখিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে ইউনিট থেকে।
এই অভিযোগ অবশ্য নস্যাত্ করে দিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তিনি বলেন, ‘এই ধরনের প্রবণতার বিরুদ্ধে ক্যাম্পাসের ভিতরে-বাইরে আমরা লড়ছি। ওই ছাত্রকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে জানুয়ারি মাসেই ইউনিট থেকে সাসপেন্ড করা হয়।’