স্ট্রাকচারাল রিভিউয়ারকে দিয়ে পরীক্ষা করাতে হবে আবাসনের বিল্ডিং প্ল্যান
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাসন তৈরি করার আগে বিল্ডিং প্ল্যান পাস করানো নিয়ে কড়া নিয়ম আনল রাজপুর সোনারপুর পুরসভা। বিল্ডিং প্ল্যান করেই এবার আর অনলাইনে জমা দেওয়া যাবে না। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রোমোটার বা আবাসন সংস্থাকে বিল্ডিং প্ল্যানটি তালিকাভুক্ত স্ট্রাকচারাল রিভিউয়ারকে দিয়ে পরীক্ষা করাতে হবে। তারা যে রিপোর্ট দেবেন, সেটাও ওই প্ল্যানে অনলাইনে আপলোড করার পর পুরসভায় জমা দিতে হবে। মার্চ মাসে এই নয়া নিয়ম চালু হচ্ছে। পুরসভার সিআইসি নজরুল আলি মণ্ডল বলেন, আমরা একেবারে নিশ্চিত হতে চাই যে, যাঁরা আবাসন তৈরি করবেন, তাঁদের বিল্ডিং প্ল্যান যেন নিখুঁত এবং ত্রুটিমুক্ত থাকে। এই কারণেই আমরা প্ল্যানগুলিকে নির্দিষ্ট স্ট্রাকচারাল রিভিউয়ার দিয়ে পরীক্ষা করানোর কথা বলছি।
উল্লেখ্য, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের উপরের পদ রিভিউয়ারদের। বিল্ডিং প্ল্যান ঠিক মাপকাঠিতে বানানো হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবেন স্ট্রাকচারাল রিভিউয়াররা। বিগত কয়েক সপ্তাহ ধরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় দেখা গিয়েছে, কোথাও আবাসন হেলে পড়েছে, কোনও জায়গায় আবার তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এসবের ফলে আখেরে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। ফ্ল্যাট তৈরি করার সময় নানা গলদ ও ত্রুটি থাকার কারণেই এমনটা হচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই সতর্ক রাজপুর সোনারপুর পুরসভা। গত মাসে তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিল্ডিং প্ল্যানে মূলত কী কী দেখার উপর জোর দেবেন একজন রিভিউয়ার? পুরসভার এক আধিকারিক বলেন, মূলত একটি প্ল্যানের খুঁটিনাটি পরীক্ষা করবেন তিনি। কোন পিলার কত চওড়া হবে, বা যতটা হওয়া দরকার ততটা প্ল্যানে রাখা হয়েছে কিনা, ভিত ঠিক মতো করা হয়েছে কি না- ইত্যাদি বিষয় ভালো করে পরীক্ষা করা হবে। পুরসভার এই নিয়ম চার ও তার বেশি তলার আবাসনের জন্য প্রযোজ্য হবে বলে আপাতত ঠিক হয়েছে।