নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্ল্যাটফর্মে ঢুকছে কিংবা ছেড়ে যাওয়ার অপেক্ষায় লোকাল ট্রেন। তার মধ্যেই ট্রেনের সামনে দিয়ে চলছে যাতায়াত। শুধু হেঁটে রেললাইন পারাপার নয়, সাইকেল নিয়েও যাতায়াত করছেন অনেকে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। কিন্তু হুঁশ ফেরেনি কারও। রেলপুলিস কিংবা স্থানীয় থানার তরফেও দুর্ঘটনা এড়াতে বিশরপাড়া-কোদালিয়া স্টেশনে কোনও পদক্ষেপ করা হয়নি। অবিলম্বে নিরাপত্তা কর্মী মোতায়েন করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শিয়ালদহ-বনগাঁ রেললাইনে বিরাটি স্টেশনের পরই বিশরপাড়া-কোদালিয়া। ট্রেন লাইনের দুই দিকে রেলের জায়গাতেই সারি দিয়ে ঝুপড়ি বাড়ি ও দোকান। রেললাইনের উপরেই আড্ডা, দু’টি লাইনের মাঝের ফাঁকা অংশে কাপড়-জামা শোকানোর চিত্র আকছার দেখা যায়। তবে সবচেয়ে বড় বিপদ রেললাইনের উপর দিয়ে নিত্য যাতায়াত। স্টেশনে ট্রেন ঢোকা কিংবা ছাড়ার মুহূর্তে কচিকাঁচা থেকে বয়স্করা লাইন পারাপার করেন জীবনের ঝুঁকি নিয়ে। বয়স্ক ও মহিলারা অনেক সময় রেললাইনে হোঁচট খাচ্ছেন। কেউ উল্টেও পড়ছেন। তারপরও চলন্ত ট্রেনের সামনে দিয়ে পড়িমড়ি দৌড় বন্ধ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস, সুজাতা দত্তরা বলেন, মাঝেমধ্যে রেললাইনে হোঁচট খেয়ে কেউ না কেউ উল্টে পড়ছেন। তারপরও সকলে যাতায়াত করছেন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কারও কোনও ভ্রুক্ষেপ নেই। রেলপুলিস বা স্থানীয় থানাও কোনও নিরাপত্তাকর্মী রাখার প্রয়োজন অনুভব করছে না। অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন। তবে রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ লাইনের বিভিন্ন জায়গায় এইভাবে যাতায়াতের জন্য দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ট্রেনের গতিও কমছে। রেলপুলিসকে বিষয়টি দেখার কথা বলা হবে।