• পরীক্ষার আগে হাওড়ার যানজট মাথাব্যথার কারণ সিটি পুলিসের
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনই হাওড়া শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে রীতিমতো তৎপর থাকবেন সিটি পুলিসের কর্তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অ্যাসিস্ট্যান্স বুথ বসানোর পাশাপাশি পরীক্ষা শুরুর আগে ঘিঞ্জি এলাকাগুলিতে টোটো চলাচলেও নিষেধাজ্ঞা থাকছে। শহরে পণ্যবাহী যান চলাচলও নিয়ন্ত্রিত হবে বলে জানিয়েছে পুলিস।


    হাওড়া জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৩১০ জন। তার মধ্যে ছাত্রসংখ্যা ২৪ হাজার ৩৩৫ ও ছাত্রীর সংখ্যা ২৯ হাজার ৯৭৫ জন।  অর্থাৎ, ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা প্রায় পাঁচ হাজার বেশি। মেইন ভেন্যু থাকছে ৩৯টি। আর সাব ভেন্যুর সংখ্যা ৯৩টি। স্ট্রং রুম ও কনফিডেন্সিয়াল রুমের প্রত্যেকটিতেই থাকবে ত্রিস্তরীয় সিসি ক্যামেরার নজরদারি। পরীক্ষা কেন্দ্রে থাকছে ‘সিক রুম’ ও ‘মেডিক্যাল ক্যাম্প’।


    এদিকে, মাধ্যমিক পরীক্ষার সময়ে হাওড়া সিটি পুলিসের মাথাব্যথার অন্যতম কারণ শহরের যানজট। তবে পুলিস সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য হাওড়া সিটি পুলিসের তরফে বিভিন্ন রাস্তায় পুলিস অ্যাসিস্ট্যান্স বুথের ব্যবস্থা থাকছে। পাশাপাশি জিটি রোড, বেলিলিয়াস রোড, মাকড়দহ রোড, আন্দুল রোড, বেনারস রোডের মত ঘিঞ্জি ও ব্যস্ত রাস্তাগুলিতে পরীক্ষার আগে টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকছে। শুধুমাত্র পরীক্ষার্থী নিয়েই পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় টোটো চলতে পারবে।


    হাওড়া সিটি পুলিসের ডিসি ট্রাফিক সুজাতাকুমারী বীণাপাণি বলেন, জাতীয় সড়ক থেকে পণ্যবাহী লরিগুলি পরীক্ষা শুরু হওয়ার আগে শহরের অন্যান্য রাস্তাগুলিতে ঢুকতে পারবে না। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রচুর সংখ্যক পুলিসও মোতায়েন থাকবে রাস্তায়।


    জানা গিয়েছে, হাওড়া পুলিস কমিশনারেট এলাকায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৫৮টি। এর মধ্যে ডোমজুড় থানা এলাকায় সব থেকে বেশি পরীক্ষাকেন্দ্র থাকছে। মোট ১৩টি পরীক্ষাকেন্দ্র রয়েছে এখানে। পাশাপাশি শিবপুর, ব্যাটরা ও হাওড়া থানা এলাকাতেও পাঁচটির বেশি করে পরীক্ষাকেন্দ্র থাকছে। হাওড়া সিটি পুলিসের জয়েন্ট সিপি কে শবরী রাজকুমার বলেন, পরীক্ষাকেন্দ্রে ১০০ মিটারের মধ্যে কোনও জেরক্স সেন্টার যাতে না খোলা থাকে, সেদিকে সবসময় নজর থাকবে আমাদের। কিছু স্পর্শকাতর জায়গায় পরীক্ষাকেন্দ্রের আশেপাশে বাড়তি ফোর্স মোতায়েন থাকছে।
  • Link to this news (বর্তমান)