উলুবেড়িয়ায় প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার আট লক্ষ টাকার চোলাই মদ
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতের ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকে। সেই সুযোগে প্রাইভেট গাড়িতে করে চোলাই পাচারের চেষ্টা হচ্ছিল। কিন্তু আবগারি দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ে গেল গাড়িটি। উদ্ধার হল প্রায় ৮০০ লিটার চোলাই মদ। আবগারি দপ্তরের আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া চোলাই মদের বাজারমূল্য আনুমানিক আট লক্ষ টাকা।
রবিবার ভোরে ও উলুবেড়িয়ার রামচন্দ্রপুরের কাছে রাস্তায় নজরদারি চালাচ্ছিলেন আবগারি দপ্তরের আধিকারিকরা। হঠাৎ মদাইয়ের দিক থেকে একটা প্রাইভেট গাড়িকে তীব্র গতিতে এগিয়ে আসতে দেখেন আবগারি আধিকারিক পলাশ বিশ্বাস। এরপরেই গার্ড রেল বসিয়ে গাড়িটির রাস্তা আটকে দেওয়া হয়। বিষয়টি গাড়িচালকের নজরে এলে তিনি গাড়ির মুখ ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। যদিও সফল না হওয়ায় চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে একের পর এক চোলাইয়ের বস্তা উদ্ধার করেন আবগারি দপ্তরের আধিকারিকরা।
আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, তদন্তে জানা গিয়েছে, মদাইয়ের বাসিন্দা সুখেন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি এই চোলাইয়ের ব্যবসা চালাছিলেন। তাঁকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট জারি করতে আদালতের কাছে আবেদন জানানো হবে। প্রসঙ্গত, দিন কয়েক আগে উলুবেড়িয়ার হীরাপুর, মদাই, শাঁখাভাঙা এলাকায় অভিযান চালিয়ে একের পর এক চোলাইয়ের ভাঁটি নষ্ট করে দিয়েছিল উলুবেড়িয়া থানার পুলিস। পাশাপাশি শ্যামপুর এলাকা থেকে চিটেগুড় ভর্তি চারটি ম্যাটাডোরও আটক করেছিল তারা।