• মগরায় পথশ্রী প্রকল্পের বোর্ড ঝুললেও হয়নি রাস্তা
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্য সরকারের মডেল প্রকল্প পথশ্রীর একটি রাস্তার কাজ গত এক বছর ধরে একটুও এগয়নি। মগরা ১ নম্বর পঞ্চায়েতের হেদিয়াপোতায় ওই প্রকল্পের কাজের বোর্ড বসানো হয়েছিল ২০২৪ সালে। তারপর এপ্রিল মাসে কয়েকদিন ধরে রাস্তা খোঁড়া হয়। ওই শেষ। সেই যে কাজ বন্ধ হয়েছে, তারপর থেকে এখনও পর্যন্ত সেই কাজ শুরুই হয়নি। এর জেরে বিপাকে পড়েছেন হেদিয়াপোতা সহ একাধিক গ্রামের মানুষ। অভিযোগ, এমনিতেই রাস্তা বেহাল ছিল। নির্মাণকাজের জন্য রাস্তা খোঁড়ার পর সেই পথ দিয়ে যাতায়াত করাই দায় হয়ে পড়েছে। ঘনবসতিপূর্ণ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথটি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা।


    পথশ্রীর মতো প্রকল্পের আওতায় থাকা রাস্তার কাজ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই একাধিকবার ওই রাস্তা নিয়ে পঞ্চায়েতের কাছে অভিযোগ করেছেন বাসিন্দারা। 


    হেদিয়াপোতার বাসিন্দা মমতা বিবি বলেন, রাস্তা ভেঙেচুরে গিয়েছিল। সেই রাস্তাকে ঢালাই করা হবে বলে প্রচার করা হয়েছিল। রাস্তার ধারে বোর্ডও বসেছে। কিন্তু কাজ আর হল না। আমাদের প্রতিদিন ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। গাড়ি, ট্রাক্টর কিছুই চলাচল করতে পারছে না। স্কুল পড়ুয়াদেরও বিপদে পড়তে হচ্ছে। আরেক বাসিন্দা আব্দুল বশির মল্লিক বলেন, কাজের নাম করে রাস্তা খুঁড়ে আমাদের আরও সর্বনাশ করা হয়েছে। ওই রাস্তা দিয়েই কবরস্থানে যেতে হয়। বেহাল রাস্তায় রাতবিরেতে বিপদে পড়তে হয়। পঞ্চায়েতকে বারবার জানালেও তারা কোনও উদ্যোগ নেয়নি।


    এ নিয়ে মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বলেন, সরকার টাকা বরাদ্দ করে ঠিকাদারকে বরাত দিয়েছিল। কিন্তু ঠিকাদার কাজ না করে বসে আছে। আমি এ নিয়ে ব্লক প্রশাসন সহ সমস্ত স্তরে জানিয়েছি। মানুষের ক্ষোভ যুক্তিযুক্ত। ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তা খোঁড়া থাকায় সমস্যা বেড়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ করব। মানুষের উন্নয়নের কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। 


    হেদিয়াপোতা থেকে জেলের বিল পর্যন্ত দীর্ঘ একটি রাস্তা পঞ্চায়েতের উদ্যোগে বহুদিন আগে ইট বিছিয়ে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে এই রাস্তা বেহাল হয়ে পড়ে। রাস্তার ইট যেমন উঠে গিয়েছে, তেমনই কোথাও কোথাও রাস্তা ভেঙে সরু হয়ে গিয়েছে। ২০২৪ সালে এই রাস্তাকে পথশ্রীর আওতায় এনে টাকা বরাদ্দ করা হয়। লোকসভা নির্বাচনের আগে কাজও শুরু হয়েছিল। কিন্তু তারপর আর কাজ হয়নি। তার জেরে একাধিক গ্রামের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)