শেষদিনে সঙ্গীতের মূর্ছনায় ভেসে গেল বইমেলা প্রাঙ্গণ। গিল্ডের কার্যালয়ের সামনে স্টেজ করা হয়েছিল। সেখানে পিয়ানো বাজিয়েছেন জার্মান শিল্পী, যা বই কেনার ফাঁকে অধিকাংশ বইপ্রেমীই ক্যামেরাবন্দি করতে দেরি করেননি। আবার কয়েক হাত দূরেই ঢোল-কাঁসর-ঘণ্টা বাজিয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন শোনা গিয়েছে। এমনকী মেলা প্রাঙ্গণে একতারার সুরে শোনা গিয়েছে বাংলার লোকসঙ্গীত। ফলে সব মিলিয়ে বই কেনার সঙ্গে সঙ্গীতের আবেগের ঘনঘটাও দেখা গেল একযোগে।