নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানের পিক ও থুতু ফেলা বন্ধ করতে পোষ্টার দেওয়া হল মা ফ্লাইওভারে। বাংলা এবং ইংরেজি দু’ভাষাতেই দেওয়া হয়েছে এই নোটিস।
সম্প্রতি পানের পিক ফেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অসন্তোষ প্রকাশ করেছিলেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে শহরের বিভিন্ন জায়গা নতুন করে রং করা হয়েছিল। মা ফ্লাইওভারে হয়েছিল নীল-সাদা রং। সেই নতুন রঙের উপর অনেকে পানের পিক ফেলেন। নোংরা করে ফেলেন। মুখ্যমন্ত্রী নিজে এই অসচেতন প্রবণতা রোধে কড়া আইন নিয়ে আসার কথা জানান। সেই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুরসভা।
এরপর মা ফ্লাইওভার সহ শহরের বিভিন্ন জায়গায় মানুষের সচেতনতা বৃদ্ধিতে পোস্টার দেওয়া হয়। মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় তা টাঙানো হয়েছে। কোনও ব্যক্তি থুতু অথবা পানের পিক যেখানে সেখানে ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, সে কথাই বলা হয়েছে নোটিসে। কলকাতা পুরসভার বক্তব্য, এই অপরাধ করে ধরা পড়লে মোটা টাকা জরিমানা হবে অভিযুক্তের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলা এবং হিন্দি ও ইংরেজি ভাষায় ব্যানার-হোর্ডিং দেওয়া হয়েছে। সচেতনতামূলক প্রচার চলবে। যত্রতত্র থুতু ফেলা যাবে না। শহরকে নোংরা করা চলবে না। এই শহর প্রত্যেকের। শহর সুন্দর রাখার দায়িত্ব সব নাগরিকের। দৃশ্যদূষণ রোধ আটকাতে হবে। এর পাশাপাশি এই অপরাধে আইন এবং জরিমানা প্রসঙ্গে মেয়র জানান, এই আইনে বর্তমানে শুধু অভিযুক্ত ব্যক্তিকে ফাইন করা হয়। কিন্তু দেখা গিয়েছে, গাড়ি থেকে মুখ বাড়িয়ে পানের পিক ফেলেন অনেকে। এবার সেই গাড়িকেও ফাইনের আওতায় আনা হবে। সে জন্য সংশোধন হবে আইন। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে বলেছেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।