এই সময়, পাঁশকুড়া: শাশুড়িকে মৃত দেখিয়ে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত প্রাক্তন প্রধানের নাম সাইদা শাবানা বানু খাতুন। তাঁর স্বামী, পাঁশকুড়ার স্থানীয় তৃণমূল নেতা কুরবান আলি শা ২০১৯ সালে নবমীর রাতে খুন হন।
সাইদা ছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। সম্প্রতি কুরবানের মা ময়না বিবি থানায় অভিযোগ করেন, তাঁর ছেলের নামে ওই প্রকল্পের ‘নমিনি’ ছিলেন তিনি। তাঁর বৌমা সাইদা তাঁকে ‘মৃত’ দেখিয়ে ২ লক্ষ টাকা তুলে নিয়েছেন। ওই অভিযোগ মিথ্যে বলে পাল্টা অভিযোগ করেন সাইদা।
তাঁর বক্তব্য, পুত্রবধূ হিসেবে তাঁকে প্রাপ্য সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতেই শাশুড়ি এ হেন অভিযোগ করেছেন। যদিও মাইসোরার বর্তমান গ্রাম পঞ্চায়েত অফিসের বক্তব্য, পঞ্চায়েত প্রধান থাকাকাকালীন প্রভাব খাটিয়ে শাশুড়িকে মৃত দেখিয়ে ও ওই প্রকল্পের ‘নমিনি’ হিসেবে টাকাটা সবার অগোচরে তুলে নেন সাইদা।
বিষয়টি নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সাইদার নামে আদালতে মামলাও করেন নিহত তৃণমূল নেতার মা ময়না বিবি। তাঁর অভিযোগ, ছ’বছর আগে তাঁর ছোট ছেলে কুরবান নৃশংস ভাবে খুন হন। সেই খুনের মামলায় তাঁর অন্য ছেলেরা মামলা দেখাশোনার কাজে ব্যস্ত। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রতিবেশী মারফত তিনি জানতে পারেম, ছোট বৌমা তাঁকে কাগজে-কলমে ‘মৃত’ দেখিয়ে ছেলের মৃত্যুর পর কৃষক বন্ধুর সরকারি প্রকল্পের মৃত্যুকালীন প্রাপ্য বাবদ দু’লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
আর এই কাজে সরকারি অফিসাররাও যুক্ত রয়েছে বলে তাঁর অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে থাকার সুবাদে ক্ষমতার অপব্যবহার করেই এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁর বৌমা, অভিযোগ শাশুড়ির। গত ২৪ জানুয়ারি পাঁশকুড়া থানায় ই–মেল করে অভিযোগ জানান শাশুড়ি ময়না বিবি। থানা থেকে পদক্ষেপ না করায় গত ৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ জানান তিনি। আদালতের নির্দেশে পাঁশকুড়া থানায় মামলা শুরু হয়। থানার আইসি সমর দে রবিবার বলেন, ‘কোর্টের নির্দেশে মামলা শুরু হয়েছে, তদন্ত চলছে।’
মৃত কুরবানের স্ত্রী সাইদা এ দিন পাল্টা বলেন, ‘স্বামীর মৃত্যুর পর আমার মানসিক অবস্থা মোটেও ভাল ছিল না। সেই সময় কিছু তৃণমূল নেতা আমাকে কৃষি দপ্তর থেকে ২ লক্ষ টাকা পাইয়ে দেন। তাই এই টাকা কী ভাবে তাঁরা পাইয়ে দিয়েছিলেন তা জানা নেই। এখনও অব্দি সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামেই রয়েছে। ফলে শাশুড়ি যে অভিযোগ করছেন তা মিথ্যে। আসলে স্বামীর সমস্ত সম্পত্তি থেকে বেদখল করার জন্য আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে।’
এ বিষয়ে বর্তমান মাইসরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নমিতা সিংহ বলেন, ‘তৎকালীন সময়ে এই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল এবং পঞ্চায়েত পদে ছিলেন কুরবান শা’র স্ত্রী সাইদা শাবানা বানু। বহু ক্ষেত্রেই দুর্নীতি করেছেন। নিজের শাশুড়িকে মৃত বলে দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। আমরা চাই দোষীরা শাস্তি পাক।’