সপ্তাহান্তে ঠান্ডার আমেজে ক্ষীণ আশা জেগেছিল শীতপ্রেমীদের মনে। ভাবা গিয়েছিল, আরও হয়তো কিছুদিন থেকে যাবে ঠান্ডা ঠান্ডা ভাব। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শনিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে চলেছে। চলতি সপ্তাহের শেষ থেকে আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় শুরু।
সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। স্বাভাবিকের থেকে কম সর্বোচ্চ তাপমাত্রাও। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। হালকা শিরশিরে এই শীতের আমেজ গায়ে মেখে শীতপ্রেমীদের প্রশ্ন, আর কতদিন থাকবে ঠান্ডা?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার রাতের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। শনিবারের পর স্থায়ীভাবে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকেই এই মরশুমের শীত বিদায় নিতে চলেছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই কুয়াশার দাপট দেখা গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলার আকাশ আংশিক মেঘলা। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকতে পারে। মঙ্গলবারের পর উত্তরের পার্বত্য এলাকা ছাড়া অন্যান্য জায়গায় তাপমাত্রা বাড়বে।
চলতি বছর শীতকে থিতু হওয়ার সুযোগই দেয়নি পশ্চিমী ঝঞ্ঝা। বারবার উত্তুরে হাওয়ার পথে তা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এমনকী, সরস্বতী পুজোয় ঠান্ডা তো দূরে থাক, শীতের আমেজটুকুও ছিল না।