হাতি বা অন্য কোনও বন্য প্রাণীর হামলা থেকে বাঁচিয়ে সুরক্ষিতভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ায় উদ্যোগী হলেন ডুয়ার্স লাগোয়া বিভিন্ন বনাঞ্চলের কর্মীরা। কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই পদক্ষেপ। বছর দু'য়েক আগে রাজগঞ্জ এলাকার বৈকুণ্ঠপুর জঙ্গলে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যুর পরে গত বছর থেকেই উত্তরের বিভিন্ন বনাঞ্চল লাগোয়া এলাকায় বনকর্মীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় নজরদারি শুরু করেছেন।
উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল ভাস্কর দেভি জানান, গোটা উত্তরবঙ্গ জুড়ে জঙ্গল লাগোয়া যে সব এলাকা রয়েছে, সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন বনকর্মীরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত যাতে সুরক্ষিত হয়, তা নিশ্চিত করাই প্রাথমিক কাজ। উল্লেখ্য, সোমবার থেকে শুরু মাধ্যমিক। এ দিন পরীক্ষার্থীদের নিরাপদে জঙ্গল সংলগ্ন এলাকার পথ পার করিয়ে দেন বনকর্মীরা। পরীক্ষা শেষে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কিছু জায়গায় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।
জলপাইগুড়ি বনবিভাগের আওতায় রয়েছে রায়মশাই, চালসা, লাটাগুড়ি, মরাঘাট, নাথুয়া, ডায়না, দলগাও রেঞ্জ। সেখানে এবং গরুমারা সাউথ রেঞ্জ, নর্থ রেঞ্জ, রামশাই স্কোয়াড, মাল স্কোয়াড, খুনিয়া স্কোয়াড, বিন্নাগুড়ি স্কোয়াড-সহ বৈকণ্ঠপুর বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মীরা সকাল থেকেই বিভিন্ন বনবস্তি-সহ পাশ্ববর্তী এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় জঙ্গলে পাহারা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা।