ফের চড়ছে পারদ, চড়া রোদে বাড়ছে অস্বস্তি, বাংলা থেকে বিদায় নিল শীত? ...
আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাংলায় শীতের বিদায়ের লগ্ন। ভোরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলার দিকে পুরোপুরি উধাও শীত। বরং চড়া রোদে ফেব্রুয়ারিতেই বাড়ছে অস্বস্তি। আজ থেকেই ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে আরও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তারপর থেকে আগামী তিনদিন তাপমাত্রা আরও দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আজ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহে। আগামী সাতদিন কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।