বাঘের ভয়ে আতঙ্কিত হতে হবে না পরীক্ষার্থীদের, আশ্বাস বান্দোয়ান প্রশাসনের
আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৫
অরিন্দম মুখার্জি: পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পুরুলিয়ার বান্দোয়ানে গত বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে হাতির আতঙ্কে ভুগছিল পরীক্ষার্থী। এবছর গ্রাস করেছে বাঘের আতঙ্ক। ভয়ের বাতাবরণ কাটাতে বান্দোয়ানের বিধায়ক রাজিব লোচন সোরেন, রাজ্য সরকার এবং বনদপ্তর সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে। বাঘের আতঙ্কে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের যাতে কোনও রকম ভাবে অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।
পরীক্ষার্থীরা সুন্দরভাবে যাতে পরীক্ষাকেন্দ্রে ঠিকভাবে পৌঁছে যেতে পারে সেদিকে খেয়াল রেখে পরিবহন দপ্তর বিভিন্ন স্থান থেকে বিশেষ বাস পরিষেবা চালু করেছে। পরীক্ষার্থীদের বান্দোয়ানের জঙ্গলের ভিতর দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়। কোনভাবে যাতে অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা। এর পাশাপাশি, বিধায়কের তরফ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থাগুলিকে সবসময় হেল্পলাইন চালু রাখতে বলা হয়েছে। সব জায়গায় বাস পরিষেবা প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীর যদি অসুবিধা হয় তারা এই হেল্পলাইনগুলিতে ফোন করলে সঙ্গে সঙ্গে বিধায়কের দল সেই স্থানে পৌঁছে যাবে।
বন্ধনের এক পরীক্ষার্থী হিরামুই দোলুই জানিয়েছেন, সে বান্দোয়ানের যেই অঞ্চলে থাকে সেখান থেকে পরীক্ষা দিতে গেলে সাইকেল করে গভীর জঙ্গল দিয়ে যেতে হবে। সেখান দিয়ে বাস যাতায়াত করে না। সেই কারণে বাঘের আতঙ্ক থেকেই যাচ্ছে। কিন্তু বনদপ্তর এই বাঘের পরিস্থিতির ওপর সব সময় নজর রেখেছে যাতে কোনও পরীক্ষার্থীদের কোনও ভাবেই অসুবিধা না হয়।