• শেষ ওভার খেলছে শীত, এই দিন থেকে বাংলায় বাড়বে তাপমাত্রা
    আজ তক | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যে শেষ ওভারে শীত। চলতি সপ্তাহেই ধীরে ধীরে বাংলা থেকে শীতের বিদায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও কুয়াশা বাড়বে। সিকিমে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

    দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালবেলা ঘন কুয়াশা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট বেশি থাকবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। মাঝে কয়েকদিনের জন্য তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে এবার ফের পারদ চড়বে। আর পাকাপাকিভাবে শীত বিদায় নেবে বলা যেতে পারে। 

    সোমবার পর্যন্ত ঠান্ডার আমেজ থাকলেও, মঙ্গলবার থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার-শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে শীত কার্যত শেষ হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। তবে আগামী কয়েকদিনে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে উষ্ণতা বাড়বে।

    আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম, উত্তরবঙ্গ ও ওড়িশায় ঘন কুয়াশা থাকবে। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া, অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ের কিছু এলাকায় মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সার্বিকভাবে, পশ্চিমবঙ্গে শীতের শেষ পর্ব চলছে বলা যেতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে শীত বিদায় নেবে। আর এমনই সময় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

     
  • Link to this news (আজ তক)