মঙ্গলবার থেকেই ফের ঊর্ধ্বমুখী পারদ, চলতি সপ্তাহেই বাংলা থেকে বিদায় নেবে শীত?
বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলায় উত্তুরে হাওয়া কমজোরি হয়েছে। তার জন্যই বাড়বে তাপমাত্রা। তবে ঝঞ্ঝা সরে যাওয়ার পর ফের পারদ কমবে কিনা, তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে সেই সম্ভাবনা খুবই কম। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে চলে আসবে। তবে আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এখন মোটামুটি ২৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়লে তা কিছু থাকছে না। দুপুরে চড়া রোদে তো বেশ গরম লাগছে।
আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। আজ, সোমবার হাল্কা কুয়াশা ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।