• কালীঘাটে তরুণীকে ধর্ষণ, লুটের অভিযোগে ধৃত ভিনরাজ্যের যুবক
    বর্তমান | ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কালীঘাটে এক তরুণীকে ধর্ষণ করে টাকা লুটের অভিযোগ উঠল। তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে ভিনরাজ্যের এক যুবক একাজ করেছেন বলে অভিযোগ। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কালীঘাট থানার পুলিস। উত্তরপ্রদেশের মথুরা থেকে যুবককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতের নাম সত্যম মণ্ডল। ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। 


    পুলিস সূত্রে খবর, সত্যম একটি ক্যাটারিং সংস্থার সঙ্গে যুক্ত। সেখানেই রিসেপশনিস্ট হিসেবে কাজ করেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, কর্মসূত্রেই দু’জনের আলাপ হয়। এরপরেই প্রেমের টোপ দেন সত্যম। তাতে সম্মতি জানাতেই বিয়ের জন্য প্রস্তাব দেন অভিযুক্ত। বাড়ি থেকে টাকা-পয়সা, গয়না নিয়ে আসার কথা জানান ওই যুবক। সেই মতো কালীঘাটের একটি হোটেলে দেখা করেন দু’জন। মন্দিরে বিয়ে করার কথা ছিল যুগলের। অভিযোগ, হোটেলেই ধর্ষণ করা হয় তরুণীকে। এরপরেই তাঁর টাকা, গয়না ভর্তি ব্যাগ হাতিয়ে চম্পট দেন সত্যম।


    তখন সরাসরি কালীঘাট থানার দ্বারস্থ হন নির্যাতিতা তরুণী। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, উত্তরপ্রদেশের ভরতপুরের বাসিন্দা সত্যম। সেখানেই তাঁর আদি বাড়ি। কর্মসূত্রে কলকাতায় থাকতেন তিনি। ঘটনার পরই কলকাতা ছেড়ে চম্পট দেন যুবক। 


    অভিযুক্তের ফোন লোকেশন ট্র্যাক করে পুলিস জানতে পারে, মথুরাতে গা ঢাকা দিয়েছেন যুবক। কালীঘাট থানার পুলিস সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় আদালতে পেশ করে। চারদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
  • Link to this news (বর্তমান)